এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,২৯ সেপ্টেম্বর : দিল্লির কোনো গোলামকে বাংলায় তাবেদারি করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশের কট্টর মৌলবাদী রাজনৈতিক দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ রবিবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশের রাজশাহী নগরীর ভুবন মোহন পার্কে আয়োজিত এক সভায় তিনি এই হুঁশিয়ারি দেন। ভারতকে হুমকি দিয়ে রিজভী বলেন, ‘শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন ভালো কথা, তবে আশ্রয় দিয়ে তার কথা মতো বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীল কিছু করতে এলে পরিণতি ভালো হবে না । বাংলাদেশ সিকিম বা ভুটান নয় ।’
তিনি বলেন,’ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেছেন ভারতকে বাদ দিয়ে বাংলাদেশ স্থিতিশীল হবে না। আপনারা কিসের আলামত দিচ্ছেন এগুলো। বাংলাদেশিরা সাহসী ও বীরের জাতি। কিভাবে দেশ পরিচালিত হবে, কাকে নির্বাচিত করতে হবে জনগণ সেটা জানে। অন্য কোনো দেশ থেকে প্রেসক্রিপশন দেওয়া যাবে না।’
অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে সব রাজনৈতিক দল সমর্থন দিয়েছে। সবাই সহযোগিতা করতে চাই। কিন্তু তার প্রশাসনের মধ্যে যদি এমন লোক থাকে, যারা শেখ হাসিনা ক্ষমতা থাকাকালীন ফ্যাসিবাদ লুণ্ঠনে সহায়তা করেছে, তারা একটি বিপ্লবের সরকারকে কখনোই সমর্থন দিতে পারে না। তারা যদি ক্যাবিনেট সেক্রেটারি হয়, সচিব হয়, গুরুত্বপূর্ণ দফতরে বসেন তাহলে নির্বাচন কমিশন, বিচার বিভাগসহ বিভিন্ন ক্ষেত্রে যে সংস্কারের কথা বলা হচ্ছে এই সংস্কার বাস্তবায়ন হবে না। এরা সংস্কার ব্যর্থ করে দেবে।’
রাজশাহী নিয়ে তিনি বলেন, ভয়ংকর দোজখ থেকে পরিত্রাণ পেয়েছি। একটা সময় রাজশাহীতে এসে প্রাণ নিয়ে ফিরে যেতে পারবো কি না সংশয় থাকতো।
প্রশাসনকে উদ্দেশ করে রুহুল কবির রিজভী বলেন, অস্ত্রের লাইসেন্স বাতিল করলেও তা উদ্ধার করতে পারেনি প্রশাসন, কেন উদ্ধার হবে না তার কারণ জানতে চাই। অস্ত্র উদ্ধার না হলে দেশ অস্থিতিশীল ও সংঘাতময় হবে ।
রুহুল কবির রিজভী জানান, বিএনপির সাংগঠনিক সংগঠনের বাইরে ‘আমরা বিএনপি পরিবার’ একটি অরাজনৈতিক সংগঠন। এই সংগঠনের মাধ্যমে বিএনপির নির্যাতিত, নিহত পরিবারকে তারেক রহমান ১৫ বছর ধরে দেখে আসছেন।
সভাশেষে ছাত্র-জনতার কোটা বিরোধী আন্দোলনে রাজশাহীর নিহত তিন পরিবারকে আর্থিক সহযোগিতা দেন তিনি।।সভায় উপস্থিত ছিলেন বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামাব মিল্লাত, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুনুর রশীদ মামুনসহ কেন্দ্রীয় ও রাজশাহী মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।।