এইদিন ওয়েবডেস্ক,পূর্বস্থলী(পূর্ব বর্ধমান),২৬ সেপ্টেম্বর : পুজোর ছুটি পড়ে যাওয়ার আনন্দে বৃহস্পতিবার বিকেলে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী-১ নম্বর ব্লকের শ্রীরামপুরে বিএলআরও অফিসে অফিসের স্টাফরা মিলে বিরিয়ানি খাওয়ার পরিকল্পনা করেছিলেন । অন্তত ২৫ জন মিলে কেউ চিকেন বিরিয়ানি, কেউ ভেজ বিরিয়ানি খেয়েছিলেন। কিন্তু বাকিরা বিরিয়ানি খেয়ে সুস্থ থাকলেও সুমন্ত মল্লিক নামে এক মুহুরি ও কুন্তল মাঝি নামে একজন রেভেনিউ অফিসারে মুখ দিয়ে ফেনা বের হতে শুরু করে । বিরিয়ানি খাওয়ার অল্প সময় পরেই সুমন্তবাবুর মৃত্যু হয় । কুন্তলবাবু বর্তমানে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন । তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে । এদিকে মৃতের পরিবারের অভিযোগ যে বিরিয়ানিতে বিষ মিশিয়ে মেরে ফেলা হয়েছে তাকে । এই ঘটনায় অফিস স্টাফদের একাংশের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলেছেন তারা । এই ঘটনাকে ঘিরে তোলপাড় পড়ে গেছে গোটা জেলা । এলাকার দোকানের খাবারের মান পরীক্ষা করতে তড়িঘড়ি আসরে নেমে পড়েছে পুলিশ-প্রশাসন ।
নাদনঘাট থানা এলাকায় রয়েছে পূর্বস্থলী-১ নম্বর ব্লকের শ্রীরামপুরে বিএলআরও অফিসটি । জানা গেছে,বৃহস্পতিবার অফিসে দুর্গাপূজার দীর্ঘ ছুটি ঘোষণা হয় । যেকারণে আনন্দে অফিসের মধ্যে খাওয়াদাওয়ার আয়োজন করা হয়েছিল । অফিস স্টাফ, মুহুরি ও অনাম্য কর্মী মিলে অন্তত ২৫ জনের জন্য স্থানীয় একটি দোকান থেকেই বিরিয়ানির ২৫ টি প্যাকেট করে আনা হয় । কিন্তু বিরিয়ানি খাওয়ার পর মুহুরি সুমন্ত মল্লিক এবং রেভিনিউ অফিসার কুন্তল মাঝি গুরুতর অসুস্থ হয়ে পড়ে । তাদের মুখ দিয়ে ফেনা ফের হতে থাকে । তাদের উদ্ধার করে তড়িঘড়ি কালনা হাসপাতালের চিকিৎসার জন্য আনা হয় । কিন্তু সুমন্ত মল্লিককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । কুন্তল মাঝির অবস্থাও গুরুতর হওয়ায় বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।
এদিকে মৃত যুবকের পরিবার প্রশ্ন তুলেছেন,একই বিরিয়ানি সকলে খেয়েছিল,তাহলে বাকিরা অসুস্থ নয় কেন ? তারা এনিয়ে অফিস স্টাফদের একাংশের বিরুদ্ধেই ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন । এদিকে বিষয়টি নিয়ে জেলাজুড়ে তোলপাড় পড়ে গেলে আজ শুক্রবার দুপুরে বিএলআরও অফিসে তদন্তে আসেন কালনার এসডিপিও, নাদনঘাট থানার আইসি সহ পুলিশ দল । পাশাপাশি তারা আশপাশের মুদিখানা ও স্টেশনারি দোকানের খাদ্যসামগ্রী মেয়াদ উত্তীর্ণ কিনা খতিয়ে দেখেন । এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।।