আমিরুল ইসলাম ও শেখ মিলন,মঙ্গলকোট,২৭ ডিসেম্বর : রক্তদান জীবন দান । এক ফোঁটা রক্তই বাঁচাতে পারে একটি প্রাণ। বর্তমানে করোনাভাইরাস এর কারণে রক্তদান শিবির হচ্ছে না বললেই চলে । ফলে রক্তল্পতায় ভুগছে ব্লাড ব্যাংক গুলি । ফলে রক্ত সংগ্রহ করতে গিয়ে চুড়ান্ত নাকাল হতে হচ্ছে মুমুর্ষু রোগীর আত্মীয়দের । বর্তমান এই পরিস্থিতির কথা চিন্তা করেই রক্তদান শিবিরের আয়োজন করল পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে কোঁয়ারপুর জনকল্যান সংঘ ।
এদিনের এই শিবিরের উপস্থিত ছিলেন মঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত ওসি মিথুন ঘোষ, বিশিষ্ট সমাজসেবী শান্ত সরকার, অপূর্ব চৌধুরী, মাঝিগ্রাম অঞ্চলের প্রধান মাধবী ঘোষ সহ কোঁয়ারপুর জনকল্যান সংঘের সদস্যবৃন্দ।
কোঁয়ারপুর জনকল্যাণ সংঘের সভাপতি অমিতাভ রায় চৌধুরী বলেন, ‘বর্তমানে কোভিড পরিস্থিতির জন্য ব্লাড ব্যাংক গুলিতে রক্ত সংকট দেখা দিয়েছে।তাই রক্ত সংকট পূরণের উদ্দেশ্যে কোঁয়ারপুর জনকল্যান সংঘের উদ্যোগে আজ কোঁয়ারপুর প্রাথমিক বিদ্যালয়ে এই রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। শতাধিক রক্তদাতা প্রস্তুত থাকলেও স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশ অনুসারে ৮০জন রক্তদাতা তাদের অমূল্য রক্ত দান করেন। সংগৃহীত রক্ত আমরা কাটোয়া মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকের আধিকারিকদের হাতে তুলে দিলাম।’ পাশাপাশি ক্লাবের পক্ষ থেকে কিছু দুস্থ মানুষদের কম্বল বিতরণ ও চারাগাছ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি ।।