আজিজুর রহমান,গলসি(পূর্ব বর্ধমান),২৩ মে : পূর্ব বর্ধমান জেলার গলসি থানার উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হল সোমবার । স্থানীয় গ্রামবাসী পুলিশকর্মী মিলে ৮১ জন রক্তদান করেছেন বলে জানিয়েছেন গলসি ওসি দীপঙ্কর সরকার । থানা চত্বরে আয়োজিত রক্তদান শিবির উপলক্ষে এদিন প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর স্কুল পড়ুয়াদের মধ্যে প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল । প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল পথ নিরাপত্তায় ‘সেভ ড্রাইভ সেফ লাইফ’ কর্মসূচির প্রয়োজনীয়তা ও প্রচারের সুফল ।
গলসি থানা ট্রাফিক নোডাল অফিসার মোহন চক্রবর্তীর তত্ত্বাবধানে এদিনের এই প্রবন্ধ প্রতিযোগিতাটি হয় । প্রায় ২০ জন পড়ুয়া অংশগ্রহণ করেছিল । প্রতিযোগিতায় অংশগ্রহনকারী সকল পড়ুয়ার হাতে পুলিশের পক্ষ থেকে আকর্ষণীয় পুরষ্কার তুলে দেওয়া হয় । এছাড়া এদিন এলাকার ৫৩ জন আদিবাসী স্কুল পড়ুয়ার হাতে খাতা, কলম, স্কুল ব্যাগ সহ পড়াশোনার সরঞ্জাম তুলে দেয় গলসি থানার পুলিশ । পাশাপাশি ফুটবল খেলায় উৎসাহী করে তুলতে পুলিশের পক্ষ থেকে আদিবাসী মহিলা দল ও পুরুষ দল মিলে মোট ৯ দলের হাতে একটি করে ফুটবল তুলে দেওয়া হয় ।
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কামনাশীষ সেন, অতিরিক্ত পুলিশ সুপার কল্যান সিংহ রায়, ডিএসপি হেড কোয়াটার অতনু ঘোষাল, খন্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীন চন্দ্র বাগ, গলসি গ্রাম পঞ্চায়েত প্রধান সাহানাজ বেগম প্রমুখ ।।