আজিজুর রহমান,গলসি(পূর্ব বর্ধমান),০৪ জুলাই : স্বামী বিবেকানন্দের তিরোধান দিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করল পূর্ব বর্ধমান জেলার গলসির তৃণমূল কংগ্রেস নেতৃত্ব । রবিবার গলসি-১ ব্লক তৃণমুল ছাত্র পরিষদের উদ্যোগে ও গলসী-১ ব্লক তৃণমুল কংগ্রেস এসসি ও ওবিসি সেলের সহযোগিতায় লোয়াপুর কৃষ্ণরামপুর অঞ্চলের কসবা রাধারানী হাই স্কুলে এই শিবিরের আয়োজন করা হয় । শিবিরে ৫০ জন তৃণমূল কর্মী স্বেচ্ছায় রক্তদান করেছেন বলে দলীয় তরফ থেকে জানানো হয়েছে ।
উপস্থিত ছিলেন গলসী বিধানসভার তৃণমূল বিধায়ক নেপাল ঘরুই, পূর্ব বর্ধমান জেলার তৃনমুল কংগ্রেস সংখ্যা লঘু সেলের সভাপতি মোঃ আসরাফ উদ্দিন, পূর্ব বর্ধমান জেলার তৃনমুল কংগ্রেস সহ সভাপতি মোঃ জাকির হোসেন, রাজ্য তৃণমুল কংগ্রেস এসসি সেলের সদস্য সুন্দরলাল পাসোয়ান, পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি অনুপ চট্টোপাধ্যায়, গলসী-১ ব্লক তৃণমূল যুব সভাপতি পার্থসারথী মন্ডল, ব্লক ছাত্র পরিষদ সভাপতি তাপস সোম, লোয়াপুর কৃষ্ণরামপুর গ্রাম পঞ্চায়েত প্রধান লাভলী সরেন সহ বেশ কিছু তৃণমূল কর্মী ও সমর্থক।
তৃণমূল নেতা জাকির হোসেন জানিয়েছেন, কোভিড পরিস্থিতির কারনে ব্লাডব্যাঙ্কগুলিতে রক্তের সংকট চলছে । ফলে মুমুর্ষু রোগীরা সমস্যায় পড়ছেন । এই কারনে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মত এলাকায় প্রায়ই দলের তরফ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে । এদিন স্বামী বিবেকানন্দের তিরোধান দিবস উপলক্ষে এই শিবিরটির আয়োজন করা হয়েছিল । জনকল্যানের জন্য ভবিষ্যতেও রক্তদান শিবিরের আয়োজন করা হবে বলে তিনি জানান ।।