এইদিন ওয়েবডেস্ক,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),০৬ সেপ্টেম্বর : পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের মতন প্রত্যন্ত এলাকায় অত্যাধুনিক সুবিধাযুক্ত নার্সিংহোম চালু হল। আউশগ্রামের ভেদিয়ায় ২ বি জাতীয় সড়কের ধারেই প্রায় ৪ বিঘা জমির ওপর তৈরি করা হয়েছে এই অত্যাধুনিক স্বাস্থ্যকেন্দ্রটি। সোমবার তার আনুষ্ঠানিক উদ্বোধন হল।
আউশগ্রাম ২ ব্লকের ভেদিয়া বাসস্ট্যান্ডের কাছে স্থানীয় এক উদ্যোগপতি লালু খান,আসলিম মিঞারা এই বেসরকারি নার্সিংহোমের ডিরেক্টর । তাঁরা জানান আউশগ্রামের বিস্তীর্ণ এলাকা,গুসকরা শহর এলাকাসহ মঙ্গলকোট, ভাতার ব্লক এলাকার বাসিন্দাদের অত্যাধুনিক চিকিৎসা পরিসেবা পেতে অনেক সুবিধা হবে। আগে এইসমস্ত এলাকার বাসিন্দাদের জটিল রোগীদের ক্ষেত্রে বোলপুর বা বর্ধমান শহরে ছুটতে হত।
ভেদিয়া থেকে বোলপুর শহর প্রায় ১৭ কিলোমিটার । ভেদিয়া থেকে গুসকরা শহরেরও প্রায় একই দূরত্ব। ২ বি জাতীয় সড়ক দিয়ে রোজ হাজার হাজার যানবাহন চলাচল করে। কলকাতা বোলপুর সংযোগরক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম এই পথ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে জাতীয় সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। দুর্ঘটনাগ্রস্থ রোগীদের নিয়ে বর্ধমান বা বোলপুর ছুটতে হয়। সময়ে চিকিৎসা না পেয়ে অনেক রোগী মারা যাওয়ার ঘটনাও ঘটেছে। ‘বিশ্ববাংলা নার্সিংহোম’ নামে এই অত্যাধুনিক নার্সিংহোম চালু হওয়াতে অনেক জরুরি রোগী উপকৃত হবেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
এদিন আনুষ্ঠানিকভাবে উদ্বোধনে স্থানীয় পঞ্চায়েতের প্রধান সরস্বতী কোঁড়া, প্রবীন চিকিৎসক শেখ আবদুল লতিফ সহ এলাকার বিশিষ্ঠজনরা ছিলেন। লালু খান জানান, প্রাথমিকভাবে ৫০ শয্যা চালু করা হয়েছে। এছাড়া আইসিইউ, এনআইসিইউ, বিভাগ, ল্যাবরেটরি, সহ বিভিন্ন বিভাগ চালু হয়েছে।
সোমবার আনুষ্ঠানিক উদ্বোধনে নার্সিংহোম চত্বরে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ১৫০ জন স্বেচ্ছায় রক্তদান করেন।রক্তদাতাদের হাতে একটি করে বৃক্ষচারা তুলে দেওয়া হয়।।