এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,০৪ অক্টোবর : বাংলাদেশে গ্রিডে বিপর্যয়ের কারনে বিস্তীর্ণ এলাকা জুড়ে দুপুর প্রায় দুটো থেকে বিদ্যুৎহীন হয়ে পড়েছে । সম্পূর্ণ ব্লাক আউট হয়ে গেছে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেটের বহু এলাকা । ফলে চরম আতঙ্কের মধ্যে আছে বাংলাদেশের দূর্গাপুজো উদ্যোক্তারা । কারন গত বছর দূর্গাপুজোর সময় বাংলাদেশের কুমিল্লার নানুয়া দীঘির একটি পূজো মণ্ডপে ভগবান হনুমানের মূর্তির পায়ের কাছে কোরান রেখে তার ভিডিও করে দেশ জুড়ে দাঙ্গা লাগিয়েছিল এক জিহাদি । প্রচুর পূজো প্যাণ্ডেল, হিন্দুদের ঘরবাড়ি,দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল তখন । খুন হয়েছিল বেশ কিছু মানুষ । ঘটেছিল ধর্ষণের ঘটনাও । মঙ্গলবার ব্লাক আউটের ফলে গত বছরের ঘটনার পুনরাবৃত্তি না হয়ে যায় এই আতঙ্কে বাংলাদেশের হিন্দুদের ঘুম ছুটেছে ।
এদিকে মহা সপ্তমীর দিন থেকেই গত বছরের মত জিহাদিরা দাঙ্গা লাগানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠছে । সোশ্যাল মিডিয়া সুত্রে জানা গেছে,গত বছরের কুমিল্লার নানুয়া দীঘির কায়দায় মহাসপ্তমীর দিন এক ষাটোর্ধ মুসলিম বৃদ্ধ পূজো মণ্ডপে কোরান রেখে দাঙ্গা লাগানোর চেষ্টায় করেছিল । কিন্তু স্থানীয় হিন্দুদের তৎপরতায় বৃদ্ধের সেই চক্রান্ত ব্যার্থ হয় । শেষে অভিযুক্ত বৃদ্ধকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানা গেছে । কোরান হাতে বৃদ্ধের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইর্যাল হয়েছে । তবে ঘটনাটি বাংলাদেশের ঠিক কোন জায়গায় ঘটেছে এবং বৃদ্ধের কি নাম তা জানা যায়নি ।
একই দিনে জগন্নাথ হলের উপাসনালয়ের সামনে দর্শনার্থীদের ভিড়ের মধ্যে ঢুকে মহিলাদের পিছন থেকে জড়িয়ে ধরে শ্লীলতাহানির চেষ্টা করে আফতাব হোসেন নামে এক মুসলিম যুবক । পুলিশ তাকে গ্রেফতার করেছে ।
এদিকে পরিস্থিতির গুরুত্ব বিচার করে পূজা মণ্ডপের জন্য বাড়তি সতর্কতা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) । যেসব মণ্ডপে জেনারেটর নেই, সেসব মণ্ডপে সন্ধ্যার আগেই জেনারেটরের ব্যবস্থা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, সিসিটিভি সচল রাখার বিকল্প ব্যবস্থা করতে বলা হয়েছে। সেই সঙ্গে পুলিশের পোশাকের পাশাপাশি সাদা পোশাকে পুলিশের পূজো মণ্ডপগুলিতে কড়া নজর রাখছে । ডিএমপির প্রত্যেকটি থানা, ডিবি ও ক্রাইম ডিভিশনকে এ নির্দেশনা দেওয়া হয়েছে। যেসব এলাকায় পূজা মণ্ডপ বেশি এবং বড় বড় মণ্ডপ রয়েছে, সেখানে বেশি সংখ্যক পুলিশের উপস্থিতি ও নজরদারি রাখতে বলা হয়েছে বলে খবর ।
লালবাগ গোয়েন্দা বিভাগের একজন আধিকারিক জানান, দূর্গাপূজা উপলক্ষে সতর্কতা ছিল । তাই শুরু থেকেই ডিবি পুলিশ কাজ করছে । এদিকে বিদ্যুৎ বিপর্যয়ের মধ্যে কেউ যাতে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে না পারে, সেজন্য সতর্কতা ও নজরদারি বাড়ানোর জন্য ডিএমপির থেকে নির্দেশ দেওয়া হয়েছে ।।