এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),০৯ সেপ্টেম্বর : সিপিএমের পথ অবরোধ ঘিরে পূর্ব বর্ধমান জেলার ভাতার বাজারে পড়ন্ত বেলায় ব্যাপক যানজটের সৃষ্টি হল । আজ সোমবার বিকেল সাড়ে চারটে থেকে পাঁচটার মধ্যে ভাতার বাজারের নাসিগ্রাম মোড়ে বর্ধমান-কাটোয়া রাজ্য সড়ককের উপর দাঁড়িয়ে থেকে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেয় সিপিএমের কয়েকজন নেতা ও কর্মী । জেলার ব্যস্ততম সড়পথ বলে পরিচিত বর্ধমান-কাটোয়া রাজ্য সড়ককের দু’প্রান্তে প্রচুর যাত্রীবাহী বাস,লরি,চারচাকা গাড়ি,মোটরসাইকেল, সাইকেল আটকা পড়ে । আটকে পড়ে দুটি অ্যম্বুলেন্সও । সিপিএমের ক্যাডারদের অবরোধ ও আটকে পরা যানবাহনের কারনে পথচলতি মানুষের পর্যন্ত যাতায়ত বন্ধ হয়ে যায় । চুড়ান্ত নাকাল হতে হয় অফিস ফিরতি ও এলাকার সাধারণ মানুষসহ বাসযাত্রীদের । গুমোট গরমের মধ্যে প্রায় ২০-২৫ মিনিট ধরে আটকা পড়ার কারনে নাকানিচুবানি খেতে হয় তাদের । আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের তরুনী চিকিৎসক ‘তিলোত্তমা’কে ধর্ষণ বা গনধর্ষণের পর নৃশংস বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনায় ন্যায় বিচারের দাবিতে এদিন সিপিএম ভাতার বাজারের নাসিগ্রাম মোড়ে পথসভা ও পথ অবরোধ কর্মসূচি পালন করে ।
প্রসঙ্গত,আরজি কর ধর্ষণ-খুন কান্ডে সিপিএমের ভূমিকা প্রথম থেকেই সন্দেহের চোখে দেখছেন সাধারণ মানুষ । কারন গত ৯ সেপ্টেম্বর আরজি কর হাসপাতালের সেমিনার হল থেকে ‘তিলোত্তমা’র অর্ধনগ্ন রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের পর থেকে যখন গোটা দেশ উত্তাল হয়ে উঠেছিল তখন রাজ্য সিপিএমের তরফে সেভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি । ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’ নামে একটা অরাজনৈতিক সংগঠনের ডাকা ‘নবান্ন অভিযান’কে সমর্থন পর্যন্ত করেনি সিপিএম । ওই সংগঠনটিকে বিজেপির মদতপুষ্ট বলে অবিহিত করে ‘নবান্ন অভিযান’ থেকে নিজেদের দূরে সরিয়ে রাখে তারা । যদিও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রচুর জনসমাগম হয় ‘নবান্ন অভিযান’-এ । এরপর থেকে সিপিএমের বিরুদ্ধে শাসকদল তৃণমূল কংগ্রেসকে পরক্ষে মদত দেওয়ার অভিযোগ তোলে বিজেপি থেকে শুরু করে সাধারণ মানুষ । সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার শিকার হতে হয় ওই বামপন্থী দলকে৷ অবশ্য সমালোচনা কারনেই হোক বা ‘নবান্ন অভিযান’-এর সাফল্য দেখেই হোক, কিছুদিন ধরে আরজি কান্ড নিয়ে তেড়েফুঁড়ে আসরে নেমে পড়েছে সিপিএম ।।