এইদিন ওয়েবডেস্ক ভাতার(পূর্ব বর্ধমান)১১ মার্চ : বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে বিজেপিতে যোগদানের প্রবনতা । রাজ্য জুড়ে প্রায় প্রতিদিনই বিভিন্ন দল ছেড়ে বিজেপিতে যোগদানের খবর পাওয়া যাচ্ছে । মূলত শাসকদল তৃণমূল কংগ্রেস ও সিপিএমের বিভিন্ন স্তরের নেতারা নাম লেখাছেন গেরুয়া শিবিরে । পূর্ব বর্ধমানের ভাতার বিধানসভা এলাকাতেও এমনই প্রবনতা লক্ষ্য করা যাচ্ছে । বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করলেন এসএফআইয়ের ভাতাড় ব্লক সভাপতি তথা পূর্ব বর্ধমান জেলা কমিটির সদস্য অমিত ঘোষ । উপস্থিত ছিলেন রাজস্থানের বিজেপি এমএলএ গোবর্ধন ভর্মা,কেন্দ্রীয় নেতা প্রহ্লাদ সেহাদা, ভাতার বিধানসভার বিজেপির কনভেনার স্বরুপ গোস্বামী, যুব মোর্চার কো-কনভেনার সৌমেন কার্ফা,মন্ডল সভাপতি সুচিষ্মিতা হাটি প্রমুখ ।
বিজেপিতে সদ্য আগত অমিত ঘোষের অভিযোগ, সংযুক্ত মোর্চা জোটের নামে সিপিএম পার্টি একটি উগ্রমৌলবাদী ধর্মীয় সংগঠনকে ব্যাবহার করে পশ্চিমবঙ্গে ধর্ম নিরপেক্ষতাকে নষ্ট করে তীব্র সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছে । এছাড়া যাঁর হাত ধরে তিনি এসএফআইয়ে যোগ দিয়েছিলেন সেই সৌমেন কার্ফার প্রতি বঞ্চনা করা হয়েছে । দিনের পর দিন দল তাঁকে অপমানিত করেছে । মূলত এই সমস্ত কারনের জন্যই পুরনো দল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন বলে জানিয়েছেন ওই যুব নেতা । পাশাপাশি তিনি জানিয়েছেন,তাঁর পদত্যাগপত্র এসএফআইয়ের রাজ্য সম্পাদকের কাছে এদিন পাঠিয়ে দিয়েছেন ।।