এইদিন ওয়েবডেস্ক,বীরভূম,০৭ ডিসেম্বর : নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া নথিতে অসঙ্গতির কারনে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের নোটিশ দিয়ে এলেন স্থানীয় বুথ লেভেল অফিসার (বিএলও) । নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া তথ্য অনুযায়ী, অমর্ত্য সেনের বাবা অথবা মায়ের সঙ্গে তাঁর বয়সের পার্থক্য মাত্র ১৫ বছর, যা কমিশনের মতে “সাধারণত প্রত্যাশিত নয়”। তাই বিষয়টি স্পষ্ট করতেই আজ বুধবার দুপুরে সংশ্লিষ্ট এলাকার বিএলও সোমব্রত মুখোপাধ্যায় শান্তিনিকেতনের বাসভবন ‘প্রতীচী’-তে অমর্ত্য সেনের নোটিশ দিয়ে আসেন । তবে অমর্ত্য সেন না থাকায় তার মামাত ভাইয়ের হাতে নোটিশ তুলে দেওয়া হয় । আগামী ১৬ জানুয়ারি দুপুর ১২টায় বোলপুর শ্রীনিকেতন ব্লক অফিসে অমর্ত্য সেনকে নথিপত্র নিয়ে হাজিরা দিতে বলা হয়েছে। তার আগে প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত রাখতে বলা হয়েছে বৃদ্ধ অমর্ত্য সেনকে ।
এদিকে এই ঘটনায় রাজনৈতিক রঙ চড়েছে । বিশেষ করে বিজেপির বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলেছে। একই অভিযোগ তুলেছে অমর্ত্য সেনের পরিবার ও ঘনিষ্ঠরাও । তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেল লিখেছে ‘বিশ্ববরেণ্য অর্থনীতিবিদ বাঙালি বলেই কি তাঁকে অপরাধীর মতো শুনানির নোটিশ ধরানো হল?’বিজেপি এবং কমিশনকে একযোগে আক্রমণ করে শাসকদলের অভিযোগ, এসআইআর প্রক্রিয়ার নামে সমাজের বিশিষ্টজনেদের অপমান করা হচ্ছে এবং গোটা বিষয়টি প্রহসনে পরিণত হয়েছে। কিন্তু “বিশ্ববরেণ্য অর্থনীতিবিদ” বলে তিনি কি অসঙ্গতিপূর্ণ নথি জমা দেওয়ার অধিকারী ? সাধারণ মানুষ ও অমর্ত্য সেনের জন্য কি পৃথক আইন হবে ? পালটা এই প্রশ্নও উঠছে ।।

