এইদিন ওয়েবডেস্ক,দামাস্কাস,১৩ অক্টোবর : বৃহস্পতিবার সিরিয়ার রাজধানী দামাস্কাসে (Damascus) একটি সামরিক বাসে বিস্ফোরণের ঘটনা ঘটেছে । বিস্ফোরণে কমপক্ষে ১৮ জন সেনা নিহত হয়েছে । আহত হয়েছে ২০ জন । সিরিয়ার সরকারী সৈন্যদের বিরুদ্ধে কয়েক মাসের মধ্যে এটি সবচেয়ে মারাত্মক হামলা বলে মনে করা হচ্ছে । এখনো পর্যন্ত কোনো সন্ত্রাসবাদী সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি ।
জানা গেছে,এদিন ওই সামরিক বাসটি দামাস্কাসের গ্রামাঞ্চল দিয়ে যাচ্ছিল । সেই সময় একটি বিস্ফোরক ডিভাইসের সাহায্যে বাসে বিস্ফোরণ ঘটানো হয় । উল্লেখ্য,সিরিয়ার বিস্তীর্ণ এলাকা একাধিক সন্ত্রাসবাদী গোষ্ঠীর দখলে রয়েছে । বিগত এক দশকের সংঘাতে কয়েক লাখ মানুষ নিহত হয়েছে । দেশটির আইনশৃঙ্খলা ও অর্থনীতি ভেঙে পড়েছে । যদিও বর্তমানে সিরিয়ার সরকারী সৈন্যরা সন্ত্রাসবাদীদের হাত থেকে বেশ কিছু এলাকা পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে । কিন্তু সরকার নিয়ন্ত্রিত এলাকায় হামলার ঘটনা বেড়েই চলেছে । বিশেষ করে দামাস্কাসের গ্রামাঞ্চল এলাকায় বাসে হামলার ঘটনা প্রায়শই ঘটছে ।।