এইদিন ওয়েবডেস্ক,ভাদোদরা,৩০ আগস্ট : গুজরাটের ভাদোদরায় সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো একটি ভিডিও তৈরির ঘটনায় ৩ মুসলিম যুবককে গ্রেফতার করা হয়েছে । ধৃতরা হল ভাদোদরার ফতেপুরার বাসিন্দা মুস্তাকীন ইমতিয়াজ শেখ, পানিগেটের বাসিন্দা বুরানওয়ালা নাজুমিয়া সৈয়দ এবং রাজমহল রোডের বাসিন্দা সাহিল সাহাবুদ্দিন শেখ । ধৃতরা হিন্দু ছেলেদের সাথে মেলামেশা করা মুসলিম মেয়েদের টার্গেট ও ব্ল্যাকমেইল করত বলে অভিযোগ ।
জানা গেছে,মাস দুয়েক আগে ভাদোদরার একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে শহরের আকোটা ব্রিজের কাছে একটি আইসক্রিম পার্লারে এক হিন্দু যুবক এবং এক মুসলিম তরুণী বসে গল্প করছিলেন, তখন কিছু যুবক সেখানে পৌঁছে ঝামেলা সৃষ্টি করে এবং যুবককে ধরে ফেলে । তারা যুবকের কলার চেপে ধরে তার নাম জিজ্ঞেস করে সবাই মিলে তাকে হেনস্থা করে । এরপর তারা যুবক-যুবতীকে ব্ল্যাকমেইল করে ভিডিওটি ভাইরাল করে । ভিডিওটি ভাইরাল হলে পুলিশ ঘটনার তদন্তে নামে । তদন্ত শেষে তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ । ধৃতদের বিরুদ্ধে আইপিসির ১৫৩এ,২০১ এবং ৫০৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে । বাজেয়াপ্ত করা হয়েছে তাদের স্মার্টফোনগুলি ।
ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে যে কিছু মুসলিম সম্প্রদায়ের লোক হিন্দু ছেলেদের সাথে মেলামেশা করা মুসলিম মেয়েদের মূলত টার্গেট করত। এই লোকেরা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে এই ধরনের মুসলিম মেয়েদের খোঁজ করত। যখনই কোন জায়গায় হিন্দু ছেলেদের সাথে কোনো মুসলিম মেয়ে থাকত, ওই দলের লোকজন সেখানে গিয়ে তাদের ভিডিও বানাত এবং তারপর সেই ভিডিওগুলো ওই মেয়েদের পরিবারের কাছে পাঠিয়ে ব্ল্যাকমেইল করত । ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের তিন অ্যাডমিন হল মুস্তাকিন, নাজুমিয়ান ও সাহিল শেখ ।
ভাদোদরার ডিসিপি অভয় সোনি বলেছেন যে হোয়াটসঅ্যাপ গ্রুপ পরিচালনাকারী তিন গ্রুপ অ্যাডমিনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যান্য ব্যক্তিদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে । তিনি বলেন,’অভিযুক্তরা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে মাত্র ৪ মাস সক্রিয় রাখত, তারপর মুছে ফেলত । পরে নতুন গ্রুপ তৈরি করে আবার সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো ভিডিও আপলোড করত । তারা মব লিঞ্চিংও করত। তারা সাম্প্রদায়িক দাঙ্গা করত ।’
এদিকে ভাদোদরার পর আহমেদাবাদেও এক মুসলিম মেয়ের সঙ্গে বন্ধুত্বের অভিযোগে মারধরের শিকার হয়েছেন এক হিন্দু যুবক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ওই যুবক ও তরুণীর ভিডিও । ভিডিওতে কয়েকজন মিলে এক যুবককে মারধর করতে দেখা যায়। মুসলিম তরুণীর সঙ্গে বন্ধুত্বের জেরে ওই হিন্দু যুবককে মারধর করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে । ভিডিওটি আহমেদাবাদের দানিলিমদা এলাকার বলে মনে করা হচ্ছে। ভাইরাল ভিডিওর ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ ।।