দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),০২ জানুয়ারী : ট্রেনের রিজার্ভেশন টিকিট নিয়ে কালোবাজারি চলছে বলে অভিযোগ তুলে পোস্টার পড়ল পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় । রবিবার কাটোয়া রেলস্টেশন চত্বরে ও টিকিট কাউন্টারের পাশে এনিয়ে একাধিক পোস্টার সাঁটানো দেখতে পাওয়া যায় । পোস্টারে লেখা,’কাটোয়া RAILWAY রিজার্ভেশন টিকিটে দালালি অবিলম্বে বন্ধ করতে হবে ।’ এনিয়ে কাটোয়া স্টেশন ম্যানেজার অরূপ সরকারকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন,’এই ধরনের পোষ্টার সাঁটানো হয়েছে বলে শুনেছি । তবে এই বিষয়টি দেখাশোনা করে আরপিএফ ।’
তবে পোস্টারগুলিতে নির্দিষ্ট করে কারোর নাম বা কোনও সংগঠনের নাম না থাকায় কারা ওই সমস্ত পোস্টার সাঁটালো তা স্পষ্ট নয় । এদিকে পোস্টারের দাবিকেই কার্যত সমর্থন করেছেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় । বিধায়কের অভিযোগ, ‘রেলকর্মীদের একাংশ ও দালালদের মধ্যে গোপন আঁতাত রয়েছে । দাদালরা সমস্ত
তৎকাল টিকিট তুলে নিয়ে তা চড়া দামে বিক্রি করছে । এনিয়ে আমি পূর্ব রেলের চিফ কমার্শিয়াল অফিসারকে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছি । পাশাপাশি দালালচক্রের হদিশ করতে টিকিট কাউন্টারের সামনে সিসিটিভি ক্যামেরা লাগানোর জন্য তাঁর কাছে অনুরোধ করেছি ।’
যদিও কাটোয়ার বিধায়কের এই অভিযোগকে পত্রপাঠ খারিজ করে দিয়েছেন কাটোয়া আরপিএফ ওসি ভিকে তেওয়ারী । তিনি বলেন,’রেলের টিকিট নিয়ে কালোবাজারি কোনও দিনই হয়নি । আজও হয় না। একটা ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে ।’ সেই সঙ্গে তিনি বলেন,’কোনও রাজনৈতিক ব্যক্তি রাজনৈতিক উদ্দেশ্যে এই ধরনের অভিযোগ তুলতেই পারেন । এনিয়ে আমি কোনও মন্তব্য করতে চাই না ।’।