দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),২৩ মে : পঞ্চায়েত নির্বাচনের আগে দলে ভাঙন রুখতে পূর্ব বর্ধমান জেলার ভাতারে সভা করবে বিজেপির যুব মোর্চা । মঙ্গলবার ভাতার বাজারে বিজেপির দলীয় কার্যালয়ে যুবমোর্চার পক্ষ থেকে এনিয়ে সাংবাদিক বৈঠক করা হয় । উপস্থিত ছিলে জেলা ও ব্লকের বিজেপির যুবমোর্চার নেতারা । তারা জানান,খুব শীঘ্রই সাহেবগঞ্জ-১ অঞ্চলে যুবমোর্চার পক্ষ থেকে একটা সভা করা হবে । ওই সভায় দলীয় নেতাকর্মীদের শাসকদলের পাতা ফাঁদে পা না দেওয়ার জন্য আহ্বান জানানো হবে বলে জানান তারা ।
প্রসঙ্গত,গত রবিবার ভাতারের সাহেবগঞ্জ-১ অঞ্চলের কাশীপুর গ্রাম থেকে শতাধিক বিজেপি কর্মী ও সমর্থক বিজেপির যুবমোর্চার সাংগঠনিক বর্ধমান জেলা কমিটির সদস্য ঝন্টু শীলের সঙ্গে তৃণমূলে যোগদান করেন । ভাতার বাজারে তৃণমূল কংগ্রেসের ব্লক কার্যালয়ে নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন ভাতারের বিধায়ক মোনগোবিন্দ অধিকারী । বিজেপির অভিযোগ,অত্যন্ত সাধারণ ঘরের সন্তান ঝন্টু শীল পোল্ট্রি ব্যবসার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন । তাই নিজের ব্যাবসা স্বার্থেই বাধ্য হয়ে তিনি তৃণমূলে যোগদান করেছেন । যদিও বিধায়ক দাবি করেছিলেন, ভাতার বাজারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শোয়ে জলপ্লাবন দেখেই বিজেপির নেতা ও কর্মীরা তৃণমূলের প্রতি আকৃষ্ট হয়েছিলেন ।।