প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০৪ জুলাই : বিজেপি করা মহিলারাই এখন তৃণমূলের ’সফট টার্গেট’। কোনও মহিলা বিজেপি করলে কিংবা ’জয় শ্রীরাম’ বললে বা ’ভারত মাতা কি জয়’ বললে তাঁকে ধর্ষণ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। ’ধর্ষণ করে দেব’ এই কথাটাই এখন তৃণমূলের ’ফেভারিট ওয়ার্ড’ হয়ে দাড়িয়েছে বলে রবিবার পূর্ব বর্ধমানের কালনায় এসে মন্তব্য করেন বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পল।বিজেপি নেত্রীর এহেন মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব ।
ভোট পরবর্তীতে নির্যাতিত হওয়া কালনা মহকুমার মহিলা কর্মীদের সঙ্গে এদিন দেখা করতে আসেন অগ্নিমিত্রা পল ।১৭ জন নির্যাতিতার সঙ্গে কথা বলার পর সাংবাদিক বৈঠকে যোগ দিয়ে অগ্নিমিত্রা পল আরও বলেন ,রাজ্য জুড়ে ভোট পরবর্তী রাজনৈতিক হিংসার শিকার হয়েছেন বিজেপি বহু কর্মী। পুলিশ এতদিন চোখ বন্ধ করে ঘুমাচ্ছিল ।মহামান্য আদালত নির্দেশে দেওয়ার পর পুলিশ এখন একটু জেগে বসেছে ।পুলিশ শুধু বিজেপি কার্যকর্তাদের বাড়িতে পৌছে দিচ্ছে । তার পরেই রাত থেকেই ঘরে ফেরা বিজেপি কর্মীদের উপরে অত্যাচার শুরু হয়ে যাচ্ছে । পুলিশ তা নিয়ে আর কিছুই করছে না।
অগ্নিমিত্রা দাবি করেন,তৃণমূলের দুস্কৃতি বা পদাধীকারীদের শক্ত হাতে ’হ্যান্ডেল’ করার ক্ষমতা পুলিশের নেই । কারণ পুলিশও জানে কড়া ব্যবস্থা নিতে গেলে তাঁকেও ’ট্র্যান্সফার’ হয়েযেতে হবে। পুলিশ পুলিশের মতোই শুধু চুপ করে বসে আছে ।অগ্নিমিত্রা আরও বলেন ,কেউ বিজেপি করলেই তাঁর গলা কেটে নেওয়া হবে , হাত কেটে নেওয়া হবে বলে হুমকি দেওয়া হচ্ছে । বিজেপি কর্মীদের দমিয়ে রাখতে এখন ’ধর্ষণ’ করে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হচ্ছে ।বাড়ি ফিরতে হলে,দোকান খুলতে হলে জরিমানাও চাওয়া হচ্ছে । তবে এই সব হুমকি কিংবা হুঁশিয়ারি যাই দেওয়া হোক বিজেপিকে দমানো যাবে না বলে বিজেপির রাজ্য নেত্রী মন্তব্য করেন ।
তৃণমূল কংগ্রেস সরকার কে স্বৈরাচারি, অত্যাচারী, দুর্নীতিগ্রস্ত সরকার বলে অখ্যা দিয়ে অগ্নিমিত্রা বলেন , এই রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রীকে মানেন না ,জাতীয় মানবাধিকার কমিশনকেও মানেন না । এখন আবার আদালতকেও মানছেন না । নন্দীগ্রাম কেসে তিনিই ডিকটেট করছেন কোন জর্জের এজলাসে তাঁর কেস উঠবে ।জাতীয় মানবাধীকার কমিশনের টিমও ছাড়া পাচ্ছে না । তাদের উপরেও অ্যাটাক হচ্ছে । তাহলে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কি অবস্থা সেটা বেঝাই যাচ্ছে ।এইসবের বিরুদ্ধে বিজেপি প্রতিবাদ চালিয়ে যাবে বলে অগ্নিমিত্রা পল এদিন জানিয়ে দেন ।
আসানসোল প্রাক্তন ডেপুটি মেয়র তবসুন আরা ও দেবাঞ্জন দেবের টিকা কান্ডের প্রসঙ্গ তুলে ধরে রাজ্য সরকারকে এদিন একহাত নেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। ডাক্তার,নার্স না হওয়া সত্ত্বেও ডেপুটি মেয়রের কোভিডের ইনজেকশন দেওয়ার কড়া সমালোচনা করেন তিনি । তবসুন আরার গ্রেপ্তারির দাবিও তিনি তোলেন । একই সঙ্গে অগ্নিমিত্রা দাবি করেন ,“তৃণমূলের নেতা নেত্রীদের আশীর্বাদ না থাকলে দেবাঞ্জনের মত ভুয়ো আইএএস ভ্যাকসিন নিয়ে ব্যবসা করতে পারতেন না । এই রাজ্যে এমন দেবাঞ্জন অনেই রয়েছে বলে অগ্নিমিত্রা দাবি করেন । অগ্নিমিত্রা জানান, মহামারীতে রাজ্যে ২ হাজার কোটি টাকার যে ’কিট কেলেঙ্কারী’ হয়েছে তা নিয়ে তাঁরা বিধানসভায় সরব হবেন ।
অগ্নিমিত্রার বক্তব্যের কড়া সমালোচনা করে তৃণমূলের রাজ্যের মুখপত্র দেবু টুডু বলেন,
’গোটা দেশবাসী জানেন খুন ধর্ষণের সর্গরাজ্য উত্তর প্রদেশ । এই বাংলার মহিারাও সেটা জানেন বলে ভোটে ওদের প্রত্যাক্ষাণ করেছেন
। পরাজয়ের পর দিশেহারা হয়ে গিয়ে বিজেপির নেতা নেত্রীরা এখন শুধু পাগলের প্রলাপ বকে চলেছেন বলে দেবু টুডু মন্তব্য করেন ।।