এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,০৫ জুলাই : দলীয় বিধায়কের উপর হামলার প্রতিবাদে থানা ঘেরাও কর্মসূচিতে নেতৃত্ব দিলেন বিজেপি যুব মোর্চা রাজ্য সভাপতি তথা বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ । রবিবার রাতে মানিক বাজার গ্রাম পঞ্চায়েতের কাষ্ঠডাঙ্গা গ্রামে গিয়েছিলেন বিজেপি মানিকবাজারের বিজেপি বিধায়ক দীবাকর ঘরামি । সেই সময় তৃণমূল কর্মীরা তাঁকে দেখে ‘গোব্যাক’ শ্লোগান দেওয়ার পাশাপাশি হেনস্থা করে বলে অভিযোগ । এমনকি বিধায়কের সঙ্গে যে সমস্ত বিজেপি কর্মী ছিলেন তাঁদের মারধর এমনকি মহিলা কর্মীদেরও তৃণমূলের লোকজনের হাতে হেনস্থার শিকার হতে হয় বলে অভিযোগ তুলেছেন বিজেপি সাংসদ । তারই প্রতিবাদে সোমবার সোনামুখী থানা ঘেরাও কর্মসূচী পালন করে বিজেপি । নেতৃত্ব দেন সাংসদ সৌমিত্র খাঁ । এদিন থানার সামনে বেশ কিছুক্ষন ধরে বিক্ষোভ প্রদর্শনের পর ওসির হাতে একটি স্মারকলিপি তুলে দেন আন্দোলনকারীরা ।
রবিবার ঘটনা প্রসঙ্গে সৌমিত্র খাঁ বলেন, ‘রবিবারের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার না করে আমাদের দলের কর্মীদের গ্রেফতার করছে নির্লজ্জ প্রশাসন ।’ এরপর তৃণমূলের জেলা সভাপতি শ্যামল সাঁতরাকে ‘হেরো শ্যামল’ বলে কটাক্ষ করে সৌমিত্রবাবু বলেন, ‘ হেরো শ্যামল বার বার হারবেন। তৃণমূল কংগ্রেস এবারেও হেরে গিয়েছে । ওরা যদি বিষ্ণুপুর মহকুমা এলাকায় অশান্তি চায় তাহলে মানুষ ভালোভাবে নেবে না । সোনামুখি শান্তিপূর্ণ জায়গা । এখানকার মানুষ শান্তি চায় । তাই কেউ চেষ্টা করেও এখানে অশান্তি পাকাতে পারবে না ।’ সেই সঙ্গে তিনি তৃণমূলের জেলা সভাপতির উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, ‘হেরো শ্যামল তোমাকে সোনামুখি পুরসভায় দাঁড়ানোর জন্য আহ্বান করছি । একটা ওয়ার্ডে দাঁড়িয়ে জিতে দেখাও । মানুষ তোমাকে বর্জন করবে ।’
পাশাপাশি তিনি পুলিশকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এখানে যাতে কোনও ভাবে অশান্তির সৃষ্টি না হয় তা দেখার জন্য প্রশাসনের কাছে অনুরোধ করছি । আর প্রশাসন যদি ভাবে তৃণমূলের দলদাস হয়ে কাজ করবে তাহলে এখানে এক লক্ষ মানুষের জমায়েত করে দেখিয়ে দেবো । চ্যালেঞ্জ করে গেলাম ।’।