এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৯ নভেম্বর : আরজি কর কান্ডের প্রতিবাদে মেয়েদের রাত দখলের ডাক দেওয়া সমাজ বিজ্ঞানের গবেষক রিমঝিম সিনহাকে ‘সেরার সেরা বাঙালি-২০২৪’-এর পুরষ্কার দিয়েছে একটা বাংলা নিউজ চ্যানেল । কিন্তু সমাজবিজ্ঞানের স্নাতকোত্তর ২৯ বয়সী বামপন্থী মনস্ক রিমঝিম সিনহাকে ‘সেরার সেরা বাঙালি’র তকমা দেওয়া কিছুতেই মেনে নিতে পারেননি রাজ্য বিজেপির যুবমোর্চার সহ সভাপতি তথা কললাতা হাইকোর্টের আইনজীবী তরুনজ্যোতি তেওয়ারি । তিনি রিমঝিম সিনহাকে ‘ভারত বিদ্বেষী,পাকিস্থানপন্থী ও অতিবাম রুদালি গ্যাংয়ের সদস্য’ বলে কটাক্ষ করেছেন ।
সোমবার এনিয়ে এক্স-এ একটা বড়সড় পোস্ট করেছেন তরুনজ্যোতি । তাতে তিনি লিখেছেন,’এবিপি আনন্দ সম্প্রতি রিমঝিম সিনহা মহাশয়াকে সেরার সেরা বাঙালি পুরস্কারে পুরস্কৃত করেছেন। এই অতিবাম দিদি ভাই ভারতের সর্বভৌমত্বকে আক্রমণ করতে অভ্যস্ত এবং তিনি পাকিস্তানপন্থী এবং দেশদ্রোহী কিছু মানুষের মতো FREE KASHMIR CAMPAIGN এ অংশগ্রহণ করেন। তার প্যালেস্টাইন নিয়ে প্রচুর মতবাদ থাকলেও বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার নিয়ে তিনি খুব একটা কিছু বলেন না। ( Pseudo Secular Rudali gang এর আজীবন সদস্য হয়তো) ।’
তিনি আরও লিখেছেন,’আরজি করের জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনকে এই দিদি ভাই অতীবামদের আন্দোলন বানিয়ে দিয়েছিলেন মোটামুটি। রাত দখলের যে ডাক দেওয়া হয়েছিল সেখানে অনেকে উলুধ্বনি দিয়েছিলেন এবং শঙ্খ বাজিয়েছিলেন বলে এ দিদি ভাইয়ের প্রচুর রাগ হয়েছিল এবং তিনি মন্তব্য করেছিলেন সেটা নিয়ে। রাত দখলের ডাক দেওয়াটাকে তিনি মোটামুটি তার নিজস্ব ক্যাম্পেন বলে চালান এবং অদ্ভুতভাবে Linkedin এর প্রোফাইলে সেটাকে উজ্জ্বলভাবে লিখে রাখেন নিজের CV র মান একটু ভালো করার জন্য। একটা গণ আন্দোলনকে প্রথমে অতিবাম আন্দোলন এবং পরবর্তীকালে নিজের স্বার্থসিদ্ধির জন্য ব্যবহার করেছেন দিদিভাই।’
ওই চ্যানেল কর্তৃপক্ষের সমালোচনা করে তরুনজ্যোতি লিখেছেন,’প্রশ্নটা অন্য জায়গায়,যে মহিলা ভারতের সর্বভৌমত্বকে আক্রমণ করে এবং পাকিস্তানপন্থীদের ভাষায় কথা বলে তিনি “সেরার সেরা বাঙালি” ? কি দেখে বিচার হয়েছে এবং এই বিচারের মাপ দন্ড একমাত্র abpanandatv বলতে পারবেন। এই বছর পশ্চিমবঙ্গ থেকে বাংলার মোট ১১ জন পদ্ম সম্মানে ভূষিত হয়েছেন, বিভিন্ন ক্ষেত্রে অনেক কৃতি মানুষ আছে যারা পশ্চিমবঙ্গের তথা ভারতের নাম উজ্জ্বল করেছেন। তারা সেরার সেরা বাঙালি হতে পারেননি, সেরার সেরা বাঙালি হয়েছেন, “FREE KASHMIR” অর্থাৎ কাশ্মীরের আজাদী স্লোগান দেওয়া এক মহিলা।’ তিনি প্রশ্ন তুলেছেন,’এই পুরস্কারের অন্যতম মাপদন্ড কি “ভারত বিরোধী” হওয়া ছিল? যার বিরুদ্ধে UAPA ACT এবং sedition charges আনা উচিত ছিল তিনি “সেরার সেরা বাঙালি”? উল্লেখ্য, গত ১৬ নভেম্বর চ্যানেল কর্তৃপক্ষের তরফে রিমঝিম সিনহার হাতে ওই পুরষ্কার তুলে দিয়েছিলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহা ।।