এইদিন ওয়েবডেস্ক,নন্দীগ্রাম(পূর্ব বর্ধমান),১৮ সেপ্টেম্বর : বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর গড় বলে পরিচিত পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে সমবায় সমিতি নির্বাচনে অভাবনীয় সাফল্য পেলো বিজেপি । রবিবার নন্দীগ্রাম ভেকুটিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন ও ফলাফল ঘোষণা হয় । ফলাফলে দেখা যায় ১২টি আসনের মধ্যে ১১ টিতেই জয়ী হয়েছে বিজেপি শিবির । মাত্র একটিতে জেতে শাসকদল তৃণমূল কংগ্রেস । দলের এই জয়ে প্রার্থী,কর্মী ও ভোটারদের অভিনন্দন জানিয়েছেন শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ।
শুভেন্দু সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘নন্দীগ্রাম ভেকুটিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বিজয়ী বিজেপির নির্বাচিত প্রতিনিধি প্যানেল-এর প্রত্যেক প্রার্থী ও ভোটারদের আমি জাতীয়তাবাদী গৈরীক অভিনন্দন জানাই। এই জয় আগামী দিনে বৃহত্তর সাফল্যের পথ কে আরো প্রশস্ত করবে।’
এদিকে ভেকুটিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন ঘিরে টানটান উত্তেজনা লক্ষ্য করা যায় । সকাল থেকেই দু’দলেরই প্রচুর কর্মী সমর্থক সমিতির অফিসের সামনে এসে জড়ো হয়েছিল । কিন্তু ফলাফল ঘোষণা হতেই শাসকদল শিবির ফাঁকা হয়ে যায় । ছিল পুলিশের কঠোর নিরাপত্তা । তা সত্ত্বেও স্থানীয় বাসিন্দাদের হেনস্থার শিকার হতে হয় ভেকুটিয়া-১ অঞ্চলে তৃণমূল কংগ্রেসের সভাপতি মধুসূদন বেরাকে । অনুন্নয়নের অভিযোগ তুলে স্থানীয় মহিলারা তাঁকে ধাক্কা ধাক্কাধাক্কি করেন । মহিলারা ছিঁড়ে দেন মধুসূদনবাবুর জামা । শেষে পুলিশ তাঁকে উদ্ধার করে । অন্যদিকে বিজেপি শিবিরে ছিল উৎসবের ছোঁওয়া । ফলাফল ঘোষণা হতেই বিজেপির নেতা ও কর্মীরা পরস্পরকে গেরুয়া আবীর মাখিয়ে উল্লাস প্রকাশ করেন । বিজেপির আশা এই জয়ের প্রভাব পড়বে আগামী পঞ্চায়েত নির্বাচনে ।।