এইদিন ওয়েবডেস্ক,কালনা,০২ ডিসেম্বর ঃ পুর্ব বর্ধমানে বিজেপির সাংগঠনিক কাটোয়া জেলার জেলা স্তরের নেতাদের নিয়ে বিশেষ বৈঠক করে গেলেন হরিয়ানায় বিজেপির সংগঠন সাধারন সম্পাদক (ওজিএস) রবীন্দ্র রাজু । বুধবার তিনি মোট তিনটি বৈঠক করেন বলে জানা গেছে ৷ প্রথম বৈঠকটি করেন কালনা মহকুমা এলাকার সাতগেছিয়ায় দলীয় কার্যালয়ে । পরের দুটি বৈঠক করেন দুই দলীয় কর্মীর বাড়িতে। তার মধ্যে একটি ছিল সাতগেছিয়ায় । অপরটি কালনার কুরচি মোড়ে ৷ মুলত বিধানসভা নির্বাচনের আগে দলীয় সংগঠনকে মজবুত করার বার্তা দেন হরিয়ানার এই বরিষ্ঠ নেতা ।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার বিষয়ে ইতিমধ্যে আশার কথা শুনিয়ে রেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সাধারন সম্পাদক রাম মাধব । এই কারনে পশ্চিমবঙ্গকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন অমিত শাহ। দলীয় সংগঠনকে চাঙ্গা করতে তিনি যেমন মাঝে মাঝেই রাজ্যে আসছেন তেমনি এরাজ্যে আনাগোনা বাড়ছে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক দলেন । সপ্তাহ খানেই আগে দক্ষিনবঙ্গ ও উত্তরবঙ্গ মিলিয়ে বিজেপির ৫ টি জোনে জেলা স্তরের নেতাদের নিয়ে বৈঠক করেন দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক দল । বিধানসভা নির্বাচনের আগে দলের সংগঠনকে মজবুত করার বার্তা দেন কেন্দ্রীয় পর্যবেক্ষক দলের সদস্যরা । এরপর ফের পুর্ব বর্ধমান জেলায় জেলাস্তরের নেতাদের নিয়ে বৈঠক করলেন কেন্দ্রীয় বিশেষ পর্যবেক্ষক হরিয়ানার বিজেপি নেতা রবীন্দ্র রাজু ।
জানা গেছে,সাংগঠিক কাটোয়া জেলার সভাপতি কৃষ্ণ ঘোষ, জেলার সম্পাদক,সাধারন সম্পাদক ও জেলা কমিটির সদস্যরা ছাড়াও কাটোয়া, মন্তেশ্বর, কেতুগ্রাম বিধানসভার কনভেনার, কো-কনভেনর ও বিশেষ পদাধিকারীদের সঙ্গে তিনি তিন দফায় বৈঠক করেন । দলীয় সুত্রে খবর,বিধানসভা নির্বাচনের আগে দলের বুথস্তর থেকে সংগঠনকে চাঙ্গা করার নির্দেশ দেন বিজেপির এই কেন্দ্রীয় পর্যবেক্ষক । পাশাপাশি তিনি জেলার পদাধিকারীদের কার কি দায়িত্ব তা সবিস্তারে বুঝিয়ে বলেন বলে জানা গেছে।
এদিকে মঙ্গলবার কেতুগ্রামের শ্রীগ্রামে বিজেপি-তৃনমুলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে৷ ওই ঘটনায় তিন বিজেপিকর্মীসহ মোট ৫ জনকে গ্রেফতার করা হয় । জানা গেছে কালনায় দলীয় বৈঠক সেরেই কেতুগ্রামে ছোটেন বিজেপির সাংগঠনিক কাটোয়া জেলা সভাপতি কৃষ্ণ ঘোষ । তিনি গ্রেফতার হওয়া দলীয় কর্মীদের পরিবারের সঙ্গে দেখা করে খোঁজ খবর নেন ।।