এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৭ এপ্রিল : মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে ধর্মের শহীদদের মধ্যে বিভাজনের অভিযোগ তুললেন বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল । আসলে, জম্মু-কাশ্মীরে সেনা-জঙ্গি সংঘর্ষে শহিদ ঝন্টু শেখের পরিবারের জন্য ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি জানিয়েছেন, তাঁর পরিবারকেও ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে এবং ঝন্টু শেখের স্ত্রী’কে বিশেষ কেস হিসাবে চাকরি দেওয়া হবে আইন মেনে ।
এদিকে মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর তার বিরুদ্ধে ধর্মের ভিত্তিতে শহীদদের মধ্যে বিভাজনের অভিযোগ তুলেছেন অগ্নিমিত্রা । তিনি একটি ভিডিও বার্তায় এই বিষয়ে বলেছেন,মাননীয়া আজ আপনি কাশ্মীরে উধমপুরে শহীদ সেনাকর্মী পশ্চিমবঙ্গের তেহট্টের বাসিন্দা ঝন্টু আলি শেখের জন্য দশ লক্ষ টাকা ওনার স্ত্রীর জন্য একটি সরকারি চাকরির ঘোষণা করলেন তার জন্য আপনাকে সাধুবাদ জানাই। কিন্ত মাননীয়া তেহট্টের আরও তিন ভারত মায়ের বীর সন্তান সুদীপ বিশ্বাস, সুকান্ত মন্ডল, সুবোধ ঘোষ যারা বিভিন্ন সময়ে কাশ্মীরে দেশ মাতৃকার জন্য শহীদ হয়েছিলেন। তখন তো আপনি সেই পরিবার গুলোর পাশে দাঁড়ানোর কথা ভাবেননি।দেশের জন্য শহিদের মধ্যেও আপনি বিভাজন করছেন। মাননীয়া এই বঞ্চনার কারণ কি এদের পরিচয়?’
প্রসঙ্গত, কাশ্মীরের পহেলগাঁওতে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটকের মৃত্যুর পর উধমপুরে জঙ্গি নিকেশ অপারেশন নামে ভারতীয় সেনা । সেখানেই সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে গুলিবিদ্ধ হন ঝন্টু। দুই কাঁধে ও মাথায় গুলি লাগে তাঁর। তাঁকে দ্রুত হেলিকপ্টারে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।।