এইদিন ওয়েবডেস্ক,কোপ্পাল,০৮ অক্টোবর : কর্ণাটকে আরও এক বিজেপি যুব নেতাকে খুন করা হয়েছে। কোপ্পাল জেলার গঙ্গাবতীর বিজেপি যুব মোর্চার সভাপতি ভেঙ্কটেশ কুরুবা (৩১) যখন দেবী ক্যাম্প থেকে বাইকে করে গঙ্গাবতীতে আসছিলেন, তখন কোপ্পাল রোডের লীলাবতী এলুভু কিলু হাসপাতালের সামনে তাঁকে নির্মমভাবে খুন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে কোপ্পাল জেলার গঙ্গাবতী নগরের লীলাবতী এলুভু কিলু হাসপাতালের সামনে । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ডিওয়াইএসপি সিদ্দনা গৌড়া পাতিল ।
জানা গেছে,কোপ্পাল জেলার গঙ্গাবতী যুব মোর্চার সভাপতি ভেঙ্কটেশ (৩১) খাবার খেয়ে দুপুর ২ টো নাগাদ বাইকে করে বন্ধুদের সাথে দেবী ক্যাম্প থেকে গঙ্গাবতীতে আসছিলেন । ঘাতক গ্যাং সদস্যরা চারচাকা গাড়িতে চড়ে তার পিছু নেয় ৷ তারপর পথ আটকে দুষ্কৃতকারী দল তাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়। পুলিশ সুপার সিদ্ধনাগৌড়া পাতিল ঘটনাস্থল পরিদর্শন করছেন এবং তদন্ত করছেন।
ভেঙ্কটেশের বন্ধু রামু ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে বলেন, আমরা সবাই খাবার খেতে গিয়েছিলাম। আমরা যখন ফিরছিলাম, তখন ৭-৮ জন অ্যাসল্ট রাইফেল হাতে আমাদের হুমকি দেয়, আক্রমণ করে পালিয়ে যায়।
ভেঙ্কটেশকে হত্যার জন্য অভিযুক্তরা যে টাটা ইন্ডিকা KA 01 AC 8729 গাড়িটি ব্যবহার করেছিল, সেটি গঙ্গাবতীর HRS কলোনি থেকে পাওয়া গেছে। অভিযুক্তরা বেঙ্গালুরু পাসিং গাড়ি ব্যবহার করেছিল। গাড়ির টায়ার ফেটে যায় এবং তারা গাড়িটি সেখানে রেখে পালিয়ে যায়। পুলিশ বর্তমানে গাড়ি থেকে মারাত্মক অস্ত্র বাজেয়াপ্ত করেছে, ঘটনাস্থলে ফিঙ্গারপ্রিন্ট এবং ডগ স্কোয়াড দল নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে।
এর আগে ২০২২ সালের জুলাই মাসে দক্ষিণ কন্নড়ের বেলারেতে বিজেপি যুব মোর্চার নেতা প্রবীণ নেত্তারুকে মারাত্মক অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা ।।