এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৮ ডিসেম্বর : উত্তরপ্রদেশ, রাজস্থান, ওড়িশা, বিহার ও ছত্তিশগড়ের ৭ টি আসনের উপনির্বাচনে মাত্র ২ টিতে জয়লাভ করেছে বিজেপি । অবশ্য উত্তরপ্রদেশের রামপুর বিধানসভা উপনির্বাচনে বড়সড় সাফল্য পেয়েছে গেরুয়া শিবির । বিজেপি প্রার্থী আকাশ সাক্সেনা আজম খানের ঘনিষ্ঠ অসীম রাজাকে ৩৪,১১২ ভোটে পরাজিত করেছেন । বিজেপি প্রার্থী আকাশ সাক্সেনা পেয়েছেন ৮১,৪৩২ ভোট। যেখানে অসীম রাজা পেয়েছেন ৪৭,২৯৬ ভোট । এছাড়া বিহারের কুধানি বিধানসভা উপনির্বাচনে জয় পেয়েছে বিজেপি । বিজেপির কেদার গুপ্তা জেডিইউ-এর মনোজ কুশওয়াহাকে ৩,৬৪৯ ভোটে পরাজিত করেছেন । বিজেপির কেদার গুপ্তা পেয়েছেন ৭৬,৭২২ ভোট আর জেডিইউ-এর মনোজ কুশওয়াহা পেয়েছেন ৭৩,০৭৩ ভোট ।
তবে যোগী রাজ্যে দুই আসনে শোচনীয় পরাজয়ের মুখে পড়তে হয়েছে বিজেপিকে । উত্তরপ্রদেশের মইনপুরী লোকসভা উপনির্বাচনে জিতেছেন এসপি প্রার্থী ডিম্পল যাদব। তিনি বিজেপি প্রার্থী রঘুরাজ শাক্যকে ২,৮৮,৪৬১ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। ডিম্পল ইয়াদ পেয়েছেন ৬,১৮,১২০ ভোট আর রঘুরাজ শাক্য পেয়েছেন ৩,২৯,৬৫৯ ভোট । অপর আসনটি হল উত্তরপ্রদেশের খাতৌলি । এখানে এসপি-আরএলডি জোট প্রার্থী মদন ভাইয়া বিজেপি প্রার্থী রাজকুমারী সাইনিকে ২২,১৪৩ ভোটে পরাজিত করেছেন । মদন ভাইয়া পেয়েছেন ৯৭,১৩৯ ভোট আর রাজকুমারী সাইনি পেয়েছেন ৭৪,৯৯৬ ভোট ।
বাকি তিন উপনির্বাচনের মধ্যে ওড়িশার পদমপুর বিধানসভা আসনে বিজু জনতা দল (বিজেডি) প্রার্থী ভারতীয় জনতা পার্টি (বিজেপি) প্রার্থী প্রদীপ পুরোহিতকে ৪২ হাজারেরও বেশি ভোটে পরাজিত করেছেন । এখানে বিজু জনতা দলের (বিজেডি) প্রার্থী বর্ষা সিং বারিহা ১,২০,৮০৭ ভোট পেয়েছেন । অন্যদিকে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) প্রার্থী প্রদীপ পুরোহিত ৭৮,১২৮ ভোট পেয়েছেন । রাজস্থানের সরদারশহর বিধানসভা আসনের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী অনিল শর্মা বিজেপি প্রার্থীকে ২৬,৮৫০ ভোটে পরাজিত করেছেন । অনিল শর্মা পেয়েছেন ৯১,৩৫৭ ভোট আর বিজেপি প্রার্থী অশোক কুমার পেয়েছেন ৬৪,৫০৫ ভোট ।ছত্তিশগড়ের কাঙ্কের জেলার ভানুপ্রতাপপুর বিধানসভা আসনেও জয়ী হয়েছে কংগ্রেস। এখানে কংগ্রেস প্রার্থী সাবিত্রী মান্ডবী ২১,১৭১ ভোটে বিজেপির ব্রহ্মানন্দ নেতামকে পরাজিত করেছেন । কংগ্রেস প্রার্থী সাবিত্রী মান্ডবী ৬৫,৪৭৯ ভোট পেয়েছেন । তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী ৪৪,৩০৮ ভোট পেয়েছেন ।।