এইদিন ওয়েবডেস্ক,নন্দীগ্রাম(পূর্ব মেদিনীপুর), ২৩ মে : লোকসভা ভোটের আগেই পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে খুন হলেন এক বিজেপি কর্মীর মা । মৃতার নাম রতিবালা আড়ি । তৃণমূলের লোকজনের হামলা থেকে ছেলের প্রাণ বাঁচাতে গেলে হামলাকারীরা ধারাল অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে রতিবালাদেবীকে নির্মমভাবে কুপিয়ে ও পিটিয়ে মেরে ফেলে বলে অভিযোগ । তৃণমূল নেতা অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে উসকানিমূলক ভাষণ দেওয়ার কারনেই এই হিংসা ছড়ায় বলে অভিযোগ তুলেছে বিজেপি । বিরোধী দলনেতা ঘটনার বিবরণে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজে লিখেছেন, ‘সনাতনী শহীদ বীরাঙ্গনা রথীবালা আড়ি অমর রহে। গতকাল রাতে নন্দীগ্রামের সোনাচূড়ার মনসাবাজার এলাকায় বিজেপি কর্মীরা বুথ পাহারা দিচ্ছিলেন। সেইসময় ধারাল অস্ত্র নিয়ে তাঁদের ওপর ঝাঁপিয়ে পড়ে তৃণমূলী দুষ্কৃতীরা । ৭ জন ধারাল অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। প্রাণ হারান রথীবালা আড়ি। গতকাল ভাইপো নন্দীগ্রামে যে উস্কানি দিয়ে গেছে তার প্রত্যক্ষ পরিণাম হচ্ছে এই রক্তপাত। পরাজয় নিশ্চিত বুঝে এই বর্বরোচিত হত্যাকাণ্ড ঘটিয়েছে তৃণমূল। একজন মহিলা কে কুপিয়ে খুন করতে এই জিহাদিদের হাত কাঁপে না !ভারতীয় জনতা পার্টি এর শেষ দেখে ছাড়বে, আইনত ভাবে প্রতিশোধ হবে ও গনতান্ত্রিক পদ্ধতিতে জবাব দেওয়া হবে। নন্দীগ্রামের সংগ্রামী ভূমিতে যে ঝরিয়েছে রক্ত, ইতিহাসের পাতায় বিলীন হয়েছে পেয়ে জবাব উপযুক্ত। রথীবালা আড়ি কে জানাই প্রণাম ও শ্রদ্ধা ।’
জানা গেছে,রাতের অন্ধকারে দলীয় কার্যালয় যাতে বেদখল না হয়ে যায় এবং ফ্লাগ-ফেস্টুন যাতে কেউ নষ্ট করতে না পারে সেজন্য কয়েকদিন ধরে সোনাচূড়ার-১ ব্লকের মনসা বাজার এলাকায় বিজেপি ও তৃণমূলের লোকজন রাত পাহাড়া দিচ্ছিল কয়েকদিন ধরে । আজ বৃহস্পতিবার ভোর রাত প্রায় তিনটে নাগাদ দু’দলের লোকজন মুখোমুখি হলে বচসা থেকে হাতাহাতি বেধে যায় । তারই মাঝে ধারাল অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়লে কার্যত রনক্ষেত্রের চেহেরা নেয় । সেই সময় নিজের ছেলের প্রাণ বাঁচাতে ছুটে আসেন বৃদ্ধা রতিবালা আড়ি । তৃণমূলের লোকজন তাঁকেও নির্মমভাবে মারধর করে বলে অভিযোগ । তিনি মারধর সহ্য করতে না পেরে অচৈতন্য হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন । তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন । এই ঘটনায় এক মহিলা সহ ৬ জন আহত হয়েছেন বলে জানা গেছে । ঘটনার প্রতিবাদে ও ঘাতকদের গ্রেফতারের দাবিতে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে পথ অবরোধ শুরু করে এলাকার বাসিন্দারা ।।