এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),১৪ নভেম্বর : বুথ ফেরত সমীক্ষাকে ছাপিয়ে দিয়ে বিহার বিধানসভার ভোটে ভূমিধস জয়ের মুখে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ । দলের এই অভাবনীয় জয় দেশ জুড়ে উদযাপন করছে বিজেপি কর্মীরা । আজ শুক্রবার বিকেলে পশ্চিমবঙ্গ বিধানসভা ভবনের গেটে গেরুয়া আবীর খেলে ও লাড্ডু বিতরণ করে বিহারের জয় উদযাপন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির বিধায়করা৷ একই চিত্র দেখা গেলো পূর্ব বর্ধমান জেলার ভাতার বাজারেও । ব্যান্ডপার্টি ভাড়া করে নৃত্যের পাশাপাশি গেরুয়া আবীর খেলে ও লাড্ডু বিতরণ করেন বিজেপি নেতাকর্মীরা ৷ ভাতার বাজারে বর্ধমান-কাটোয়া রাজ্য সড়কের উপর দীর্ঘক্ষণ বিজয় উদযাপন হয় । বিজেপির নেতাকর্মীরা গেরুয়া আবীর খেলার পাশাপাশি পরস্পরকে লাড্ডু খাইয়ে দেয় । দেখুন ভিডিও 👇
বিহার বিধানসভার ২৪৩ টি আসনের মধ্যে শেষ খবর অনুযায়ী, এনডিএ-এ ১৯১ টি আসনে জিতেছে বা এগিয়ে আছে৷ অন্যদিকে ইন্ডি জোট মাত্র ৪৭ টি আসনে জিতেছে বা এগিয়ে আছে ৷ তার মধ্যে বিজেপি একাই ২৫ টি আসনে জিতেছে এবং ৬৭ আসনে এগিয়ে আছে । জোটসঙ্গী জেডি(ইউ) ১১ টি আসনে জিতেছে এবং ৭২ আসনে এগিয়ে আছে । আর এক জোটসঙ্গী লোক জনশক্তি পার্টি (রাম বিলাস) ২ টিতে জিতেছে এবং ১৭ টি আসনে এগিয়ে আছে৷
অন্যদিকে ইন্ডি জোটের সঙ্গী লালু প্রসাদ যাদবের দল রাষ্ট্রীয় জনতা দল(আরজেডি) ৫ টিতে জিতেছে এবং ২১ আসনে এগিয়ে আছে৷ তবে বিহারে সবচেয়ে করুন অবস্থা হয়েছে কংগ্রেসের । কংগ্রেস মাত্র একটি আসনে জিততে পেরেছে এবং ৪ টি আসনে এগিয়ে আছে৷। এখনো পর্যন্ত ৫০ টি আসনের ফলাফল ঘোষণা হয়েছে এবং ১৯৩ টি আসনে গননা চলছে ।।
The report is written by journalist Dibyendu Roy, who has been associated with journalism in print and online media for a long time.

