এইদিন ওয়েবডেস্ক,দক্ষিণ ২৪ পরগণা,১১ জুন : লোকসভা ভোটের ফল ঘোষণার পর থেকেই ভোট পরবর্তী হিংসার ঘটনা ক্রমাগত ঘটে চলেছে । এবারে তৃণমূলের বিজয় মিছিল থেকে এক বিজেপি কর্মীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপে । তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা রাজারাম প্রধান নামে ওই বিজেপি কর্মীর বাড়িতে চড়াও হয়ে ভাঙচুরের পাশাপাশি তার মেয়েকে অপহরণের হুমকি দেয় বলে অভিযোগ । এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে স্থানীয় পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে । পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগও তুলেছেন ওই বিজেপি কর্মী ।
দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপের শ্রীনগর গ্রাম পঞ্চায়েতের মধুসূদনপুর গ্রামের ৪০ নম্বর বুত এলাকায় বাড়ি রাজারাম প্রধানের । তার অভিযোগ, সোমবার গ্রামের তৃণমূলের বিজয় মিছিল বেরিয়েছিল । সন্ধ্যা ৬:২৫ নাগাদ মিছিলটি তার বাড়ির কাছে চলে আসে । এরপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তার বাড়িতে চড়াও হয় । ঘটনার সময় তিনি বাড়ির বাইরে তার মায়ের সঙ্গে গল্প গুজব করছিলেন । দুষ্কৃতীদে দলকে দেখে তিনি মেয়েকে নিয়ে বাড়িতে চলে আসেন এবং ভিতর থেকে তালা লাগিয়ে ভেতরে বসে থাকেন । বাড়ির সিসিটিভি ক্যামেরার তার ছিঁড়ে দিয়ে লাঠিসোটা ও ইঁটপাটকেল ছুড়ে বাড়ির জানালার কাঁচ ভেঙে দেয় দুষ্কৃতীদল। দুষ্কৃতীরা তাকে প্রাণে মারার চেষ্টা করে এবং মেয়েকে অপহরণের হমকি দেখায় । তিনি থানায় ফোন করলে পুলিশ বহু পরে ঘটনাস্থলে আসে বলে অভিযোগ তার । রাজারাম প্রধানের দাবি,এই হামলার পিছনে শ্রীনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান মনোরমা বিদ্যাপন্ডিতের স্বামীর হাত রয়েছে । তিনি বলেন,’ঘটনার পর থেকে আমরা চরম আতঙ্কের মধ্যে আছি ।’
যদিও প্রধানের দাবি,’পারিবারিক বিবাদের জেরে সোমবার সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে । ওদের স্বভাব হল সবকিছুতেই আমাদের দলকে জড়িয়ে দেওয়া ।’ তবে প্রধান পারিবারিক ঝামেলার জেরে এই ঘটনা ঘটেছে বলে দাবি করলেও আক্রান্ত বিজেপি কর্মীর বাড়ির সিসিটিভি ফুটেজ বলছে অন্য কথা৷ সিসিটিভি ফুটেজে দেখা গেছে বেশ কিছু লোকজন সবুজ আবির মেখে রাজারাম প্রধানের বাড়ির সামনে উত্তেজিতভাবে নিজেদের মধ্যে কিছু কথাবার্তা বলছে । এক মহিলাকে ওই সমস্ত লোকজনদের উদ্দেশ্যে কিছু বলতে শোনা গেছে । তারপর সবুজ আবির মাখা ওই দলটি সেখান থেকে চলে যায় । এই বিষয়ে হারউড পয়েন্ট কোস্টাল থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত বিজেপি কর্মী । পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত চলছে ।।