প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান০২ জুন : প্রশাসনের আশ্বাসে বাড়ি ফিরেও রেহাই মিললো না । আক্রান্ত হলেন পূর্ব বর্ধমানের বৈকন্ঠপুর-২ নম্বর পঞ্চায়েতের শ্রীরামপুর গ্রামের বিজেপির বুথ সভাপতি সাগর পণ্ডিত । মারধোর করে তাঁর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে । যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছেন বৈকন্ঠপুরের তৃণমূল নেতৃত্ব ।
বিধানসভা ভোটের ফল ঘোষণা হবার পর থেকেই গ্রাম ছাড়া ছিলেন শ্রীরামপুর গ্রামে বিজেপির বুথ সভাপতি সাগর পণ্ডিত । তাঁকে ও এলাকার অন্য বিজেপি কর্মীদের বাড়ি ফেরানো নিয়ে কয়েকদিন আগে জেলা বিজেপির পক্ষ থেকে পুলিশের কাছে আবেদন করা হয়েছিল। সেই মত ঘরছাড়া বিজেপি কর্মীদের পুলিশ ঘরে ফেরানোর ব্যবস্থা করে। দিন কয়েক আগে সাগর পণ্ডিত গ্রামে ফিরে আসেন। পেশায় বেসরকারি সংস্থার কর্মী সাগর বাবু মঙ্গলবার সকাল দশটা নাগাদ কাজে যাচ্ছিলেন। অভিযোগ ওই সময় স্থানীয় তৃণমূল নেতা বিমান ঘোষ গ্রাম থেকে কিছুটা দূরে পাল্লা মোড়ে তার পথ আটকায় । অকথ্য ভাষায় গালিগালাজ করার পর সাগর পণ্ডিতকে মারধর করা হয় ।সাগর বাবুর মাথায় থাকা হেলমেট কেড়ে নিয়ে তাঁর মাথায় সজোরে আঘাত করলে তিনি সজ্ঞা হারান । স্থানীয় মানুষজন বিজেপি পার্টি অফিসে সাগর বাবুকে পৌঁছে দিলে দলীয় কর্মীরা তাকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করায়।এবিষয়ে সাগর পণ্ডিত বর্ধমান থানায় বিমান ঘোষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ।
বৈকন্ঠপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য হেমন্ত খাঁ জানিয়েছেন,“এই ঘটনার সাথে তৃণমূল কোনো ভাবেই জড়িত নয়। ব্যক্তিগত কোনো কারণে কোথাও কিছু ঘটে থাকতে পারে। এই গ্রামে শান্তি বজায় আছে, গ্রামের কোথাও কোনো অশান্তি নেই।একই ভাবে এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মী বিমান ঘোষ ও তার বিরুদ্ধে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন ।।