এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,১৬ নভেম্বর: বিজেপির টাঙানো দলীয় পতাকা রাতের অন্ধকারে খুলে দেয় কেউ বা কারা।সেই খুলে ফেলা পতাকা সংগ্রহ করতে গিয়ে তৃণমূল কর্মীদের হাতে আক্রান্ত হলেন বিজেপির কয়েকজন কর্মী।এমনই অভিযোগ উঠেছে বাঁকুড়া জেলার ইন্দাস থানার গোবিন্দপুর গ্রামে।সোমবার দুপুরের ঘটনা।সংঘর্ষে আহত হয়েছেন কয়েকজন বিজেপি কর্মী।যদিও এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দায় অস্বীকার করা হয়েছে।
আক্রান্ত বিজেপি কর্মীরা জানান, গোবিন্দপুর গ্রামে টাঙানো ছিল তাদের বেশকিছু দলীয় পতাকা।রবিবার রাতে দুস্কৃতীরা সেগুলি খুলে ফেলে দেয়।এদিন দুপুরে জানতে পেরে ওই পড়ে থাকা পতাকা সংগ্রহ করতে যান তিন চারজন বিজেপি কর্মী।অভিযোগ তখন তৃণমূলের লোকজন লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর চড়াও হয়।ব্যপক মারধর করে।
এদিন দুপক্ষের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।বিজেপির পক্ষ থেকে ইন্দাস থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সন্ধ্যা পর্যন্ত গ্রেফতারের খবর নেই।জখম তিন বিজেপি কর্মী ইন্দাস ব্লক হাসপাতালে চিকিৎসাধীন।