এইদিন ওয়েবডেস্ক,পূর্ব মেদিনীপুর ও হুগলি,২৯ সেপ্টেম্বর : পশ্চিমবঙ্গের প্রান্তিক স্তরের নির্বাচনগুলিতে ধরাশায়ী হতে শুরু করেছে তৃণমূল-বাম-কংগ্রেসের ইন্ডি জোট । পূর্ব মেদিনীপুর জেলার সমবায় সমিতির নির্বাচনে ইন্ডি জোটকে পর্যুদস্ত করে সবকটি আসনে জিতে নিয়েছে বিজেপি সমর্থিত প্রার্থীরা । অন্যদিকে হুগলির রঘুনাথপুরের কুন্তীঘাট কেশোরাম রেয়ন কারখানার সমবায় সমিতির শ্রমিক প্রতিনিধি নির্বাচনে তৃণমূল-বাম-কংগ্রেসের বিরুদ্ধে বিজেপিকে ড্র করতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ ।
নন্দীগ্রামের সমবায় সমিতির নির্বাচন প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন,নন্দীগ্রামের মহম্মদপুর কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালন সমিতির নির্বাচনে ৯ টি আসনের প্রতিটিতেই বিজেপি সমর্থিত প্রার্থীদের জয়ী করার জন্য আমি ভোট দাতা সকল সমবায়ী বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। জয়ী সকল সদস্যদের গৈরীক অভিনন্দন।’
অন্যদিকে হুগলির রঘুনাথপুরের কুন্তীঘাট কেশোরাম রেয়ন কারখানার সমবায় সমিতির শ্রমিক প্রতিনিধি নির্বাচনটি হয় শনিবার । গত ২৭ অগস্ট মনোনয়ন জমা দেওয়ার দিন ছিল। মোট ১২টা আসন । তার মধ্যে ২টি আসন সংরক্ষিত। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জোট শিবিরের দুই মহিলা প্রতিনিধি জয়ী হয় । ৬ টা আসনে জেতে বিজেপি । ৯৫৮ জন ভোটার ছিল । ভোট পড়েছে ৭৮৬ টা । বিএমএস-এর সহ সভাপতি নারায়ণ মুখোপাধ্যায়ের অভিযোগ, সিআইটিইউ, আইএনটিইউসি, আইএনটিটিইউসি ও এআইটিইউসি এই চারটে ইউনিয়ন একসঙ্গে প্যানেল করেছিল । বিজেপি এককভাবে প্যানেল করে । মনোনয়ন জমা দেওয়ার দিনেই তাদের জয়ী ঘোষণা করা হয় । কিন্তু তাদের জোট করে ড্র করতে বাধ্য করা হয় । তিনি বলেন,বিগত ৭ বছর ধরে শাসকদল একতরফাভাবে ভোট করে গেছে । এবারে আমরা ভোটটা করাতে পেরেছি । ১০ জন প্রার্থীকে দাঁড় করাতে পেরেছিলাম ।।