এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৯ মার্চ : লোকসভা নির্বাচনে ভোট শতাংশ ও আসনের নিরিখে বিজেপি এরাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে পিছনে ফেলে দেবে বলে টাইমস নাউ ইটিজির সমীক্ষায় ভবিষ্যৎবাণী করা হয়েছে । সমীক্ষা অনুযায়ী এরাজ্যে বিজেপি পেতে পারে ২০-২৪ টি আসন এবং ৪২ শতাংশ মানুষের সমর্থন পেতে পারে তারা । অন্যদিকে তৃণমূল কংগ্রেস পেতে পারে ১৭-২১ টি আসন । তৃণমূলের ভোট শেয়ার ৪০ শতাংশ । সমীক্ষায় বলা হয়েছে যে এনডিএ জোট এবারে ৩৫৮-৩৯৮ টি আসন পেতে পারে । যেখানে বিজেপি একাই পাবে ৩৩৩- ৩৬৩ টি আসন । সেখানে কংগ্রেসের আসন হতে পারে মাত্র ২৮-৪৮ ।
শুধু পশ্চিমবঙ্গেই নয়,উত্তর-পূর্ব ভারত ও দক্ষিণের রাজ্যগুলিতে ছাপ ফেলতে চলেছে গেরুয়া শিবির । পাশাপাশি ‘মোদী ঝড়ে’ হিন্দি বলয়ে ইন্ডি জোট কার্যত নিশ্চিহ্ন হয়ে যাবে বলে সমীক্ষায় ভবিষ্যৎবাণী করা হয়েছে । দিল্লি, কর্ণাটক, গুজরাট,মহারাষ্ট্রে ইন্ডি জোট কার্যত নিশ্চিহ্ন হয়ে যেতে পারে ‘মোদী ঝড়ে’-এ ।
অন্যদিকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ছেলে করুণানিধি স্টালিনের হিন্দু ধর্মকে ‘ডেঙ্গু’ ও ‘ম্যালেরিয়া’র সঙ্গে তুলনা করার প্রতিক্রিয়া এবং বিজেপির রাজ্য সভাপতি আন্নামালাইয়ের জোর যার প্রচারের ফলশ্রুতি লক্ষ্য করা যাচ্ছে এই সমীক্ষায় । সমীক্ষা অনুযায়ী, স্বর্গীয় জয়ললিতার দল এআইএডিএমকে-এর থেকে ভালো ফোর করবে বিজেপি । তামিলনাড়ুতে বিজেপি ১৯ শতাংশ এআইএডিএমকে ১৭ শতাংশ ভোট পেতে পারে বলে অনুমান করা হয়েছে ।
দক্ষিণ ভারতের অপর এক রাজ্য তেলেঙ্গানায় বি আর এসের থেকে বিজেপি বেশি আসল পাবে বলে ভবিষ্যৎবাণী করা হয়েছে ৷ অন্ধ্রপ্রদেশে ওয়াইএসআরসি ২১ থেকে ২২ টা এবং টিডিপি চার থেকে ছটা আসন পেতে পারে । কর্ণাটকে বিজেপি ২২ থেকে ২৪ টা এবং কংগ্রেস চার থেকে ছয়টা আসন পেতে পারে ।
সমীক্ষা অনুযায়ী, দিল্লিতে নিশ্চিহ্ন হয়ে যাবে ইন্ডি জোট । বিজেপি একাই রাজ্যের সাতটি লোকসভা কে দখল করে নেবে । পাঞ্জাবে এনডিএ তিন থেকে পাঁচটা (২৫ শতাংশ),শিরোমণি আকালি দল এক থেকে দুটো (১৭ শতাংশ), আম আদমি পার্টি পাঁচ থেকে সাতটা (২৭ শতাংশ) এবং কংগ্রেস দুই থেকে চারটে (২৭ শতাংশ) আসন পেতে পারে বলে ভবিষ্যৎবাণী করা হয়েছে ।
দেশের অন্যান্য রাজ্যগুলির মধ্যে হরিয়ানায় বিজেপি ন থেকে দশটি আসন পেতে পারে৷ কংগ্রেস পেতে পারে শূন্য থেকে একটি আসন ।
মহারাষ্ট্রে এনডিএ জোট ৩৬ টি এবং ইন্ডি জোট ১১ টি আসন পেতে পারে বলে অনুমান । উড়িষ্যায় বিজু জনতা দলের সঙ্গে জোট করেছে বিজেপি । মহাপ্রভুর জগন্নাথদেবের রাজ্যে ইন্ডি জোটের কোন অস্তিত্বই নেই ।।