এইদিন ওয়েবডেস্ক,শিলিগুড়ি,২৩ মার্চ : রাজ্যে ভারতীয় জাতীয় কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই বললেই চলে। বঙ্গের উত্তর-দক্ষিণ সর্বত্র হয় তৃণমূল কংগ্রেস অথবা বিজেপির রমরমা । এমন পরিস্থিতিতে শিলিগুড়ির ২৪ নম্বর ওয়ার্ডের ফুলেশ্বরীতে কংগ্রেসের একটি কার্যালয় দীর্ঘদিন ধরে খালি অবস্থায় পড়েছিল । বৃহস্পতিবার তৃণমূল ওই কার্যালয়ের দখল নিতে গেলে বিজেপি বাধা দেয় । দু’পক্ষই দাবি করে কংগ্রেসের কার্যালয়টি তাদের দখলে । এনিয়ে দু’দলের নেতাদের মধ্যে বচসা শুরু হলে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে । যদিও শেষ পর্যন্ত কার্যলয়টি দখলে নেয় তৃণমূল ।
জানা গেছে,এদিন সকালে ফুলেশ্বরীতে কংগ্রেসের কার্যালয়ে তালা খুলে দখল নিতে গিয়েছিলেন শিলিগুড়ি পুরনিগমের চেয়ারম্যান তথা স্থানীয় তৃণমূল কাউন্সিলর প্রতুল চক্রবর্তী । এদিকে খবর পেয়ে সেখানে চলে আসেন স্থানীয় এক বিজেপি নেতা ৷ দুই নেতা কার্যালয়টি তাদের বলে দাবি করলে তুমুল বচসা শুরু হয় ৷ বচসার মাঝে ধাক্কাধাক্কিও হয় বলে খবর ।
এদিকে উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে শিলিগুড়ি থানার পুলিশ । ছুটে আসেন মেয়র গৌতম দেব ও ডেপুটি মেয়র রঞ্জন সরকার । শেষে মেয়রের উপস্থিতিতে কার্যালয়ের তালা খুলে ভেতরে ঢোকে তৃণমূলের লোকজন ।
তৃণমূল কাউন্সিলর প্রতুল চক্রবর্তী দাবি করেছেন, তাঁরা কংগ্রেসের সঙ্গে কথা বলে ওই কার্যালয়টি তাঁদের দলীয় কার্যালয় করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন । অন্যদিকে বিজেপি নেতা বিকাশ সরকার দাবি করেন,কংগ্রেসে থাকাকালীন তিনি ওই কার্যালয়ে এসে বসতেন । বর্তমানে এটি বিজেপির কার্যালয় হিসাবে ব্যবহৃত হচ্ছিল । কিন্তু এদিন সকালে তিনি জানতে পারেন তৃণমূল কার্যালয়টির দখল নিতে এসেছে ৷ তাই তিনি এসে তৃণমূল নেতাকে ফিরে যেতে বলেছিলেন ৷
মেয়র গৌতম দেবের অভিযোগ,কংগ্রেসের সঙ্গে কথা বলেই তাদের কার্যালয়টি ৪ বছরের চুক্তিতে নেওয়া হয়েছে । কিন্তু একজন নেতা এসে অকারণ চেয়ারম্যানকে হেনস্থা করেন । বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছেন তিনি । যদিও পুরনিগমের চেয়ারম্যানকে হেনস্থার অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা ।।