এইদিন ওয়েবডেস্ক,মালদা,১২ মার্চ : রাজনীতির ময়দান থেকে বিজেপি-তৃণমূল দ্বন্দ্বের এবার অনুপ্রবেশ ঘটল বাড়ির আঙিনায় । দলের তরফ থেকে একটি টিউবওয়েল পেয়েছিল বিজেপি সমর্থক ভাই । শুক্রবার সকালে সেই টিউবওয়েলটি বাড়ির উঠনে বসানোর তোরজোড় শুরু করতেই তৃণমূল কর্মী দাদা বাধা দেয় বলে অভিযোগ । এনিয়ে দুই ভাইয়ের মধ্যে বচসা থেকে হাতাহাতিতে শুরু হয়ে যায় । শেষ পর্যন্ত উভয়েই থানায় অভিযোগ দায়ের করেন ৷ ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার মহেন্দ্রপুর অঞ্চলের আলিপুর গ্রামে । এদিকে এই ঘটনা ঘিরে বিজেপি-তৃণমূলের মধ্যে শুরু হয়ে গেছে রাজনৈতিক চাপানউতোর ৷ বিজেপির অভিযোগ, তাঁদের দল থেকে ওই টিউবওয়েলটি দেওয়ার কারনেই তৃণমূল সেটি বসাতে বাধা দিয়েছে । যদিও বিজেপির এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব ।
স্থানীয় সূত্রে জানা যায় মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের আলিপুর গ্রামের বাসিন্দা আজিমুল হক দীর্ঘদিন ধরেই সক্রিয়ভাবে বিজেপির সাথে যুক্ত । অন্যদিকে তাঁর দাদা আকবর আলী তৃণমূল করেন । একই বাড়িতে পৃথক সংসারে থাকেন দু’ভাই ।
জানা গেছে, সম্প্রতি আজিমুল হককে দলের তরফ থেকে একটি টিউবওয়েল দেওয়া হয়েছিল । এদিন সকালে সেই টিউবলটি বাড়ির উঠোনে বসাতে গেলে আকবর আলীর সঙ্গে তাঁর বচসা বাধে। সেই বচসায় ক্রমে হাতাহাতিতে পরিণত হয় । এরপর দুই পরিবারের লোকজনও সংঘর্ষে জড়িয়ে পড়ে । শেষে প্রতিবেশীরা এসে দুই পক্ষকে শান্ত করে । পরে দুই পক্ষই এনিয়ে থানায় অভিযোগ দায়ের করেন ।
এদিকে এই ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছেন বিজেপির হরিশ্চন্দ্রপুর মন্ডল সভাপতি রুপেশ আগরওয়াল । তিনি বলেন, ‘এটা তৃণমূলের সংস্কার । আমাদের দলের কর্মী আজিমুল হক খুবই দরিদ্র । বাড়িতে পানীয় জলের সমস্যা । তাই তাঁর বাড়িতে একটি টিউবয়েল বসানোর জন্য দলের তরফ থেকে মালপত্র কিনে দেওয়া হয়েছিল । যেহেতু দলীয়ভাবে আমাদের কর্মীকে টিউবওয়েল দেওয়া হয়েছে তাই ইচ্ছে করেই গন্ডগোল পাকিয়ে কাজ বন্ধ করে দিয়েছে তৃণমূল । আমরা এই ঘটনার তীব্র নিন্দা করি ।’
অন্যদিকে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হেমন্ত শর্মার বলেন, ‘পারিবারিক বিবাদের জেরে এই ঝামেলা হয়েছে । এর সাথে রাজনীতির কোনও সম্পর্ক নেই । তৃণমূলকে বদনাম করার জন্যই এই ঘটনায় রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছে বিজেপি ।’।