জ্যোতি প্রকাশ মুখার্জি,আসানসোল,(পশ্চিম বর্ধমান), ৩১ মার্চ : লোকসভা ভোটকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে যুযুধান দুই দল বিজেপি ও তৃণমূলের নেতাদের মধ্যে যেখানে মাঝে মাঝে চলছে কু’কথার বর্ষণ, পারস্পরিক আক্রমণ সেখানে এক বিরল দৃশ্যের সাক্ষী থাকার সুযোগ পেল পশ্চিম বর্ধমানের কুলটিবাসী। ঘটনার সূত্রপাত একটি মেলাকে কেন্দ্র করে। কুলটির মিঠানিতে শ্রী শ্রী হরিনাম সংকীর্তন উপলক্ষ্যে বসেছে মেলা। শনিবার, ৩০ মার্চ কাকতলীয়ভাবে প্রায় একইসঙ্গে মেলা পরিদর্শনে আসেন তৃণমূল নেতা উজ্জ্বল চট্টোপাধ্যায় ও বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি। বয়োজ্যেষ্ঠ উজ্জ্বল বাবুকে দেখতে পেয়ে এগিয়ে আসেন জিতেন্দ্র তেওয়ারি এবং পাশাপাশি চেয়ারে বসে হাত ধরে দু’জন দু’জনের কুশল জিজ্ঞাসা করেন। কয়েক মিনিট দু’জনের মধ্যে কথা হয়।
ঘটনার আকস্মিকতায় হতচকিত হয়ে পড়ে দু’দলের কর্মী সমর্থকরা। ছুটে আসে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা এবং হাত ধরে বসে থাকা দুই নেতার ছবি ক্যামেরা বন্দী করতে শুরু করেন। পরে উজ্জ্বল বাবু বলেন,’মেলায় বসেছিলাম। হঠাৎই জিতেন্দ্র তেওয়ারি দেখতে পেয়ে আমার কাছে আসেন। আমি কেমন আছি জানতে চায়। আমিও ওর খবর নিই। ব্যস এইটুকু। এরমধ্যে অন্য কিছুর খোঁজ করা ঠিক নয়।’ অন্যদিকে জিতেন্দ্র তেওয়ারি বলেন,উজ্জ্বলদা রাজনীতিতে আমার সিনিয়র, দাদার মতো। মেলায় ঘুরতে এসে তার দেখা পেলাম। পারস্পরিক কুশল বিনিময় হলো। পুরোটাই সৌজন্যমুলক।’।