এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া,০১ মে : কাটোয়া মহকুমা এলাকার তিন আসনের জন্য বিভিন্ন দলের কাউন্টিং এজেন্টদের নিয়ে নির্বাচন কমিশনের তরফ থেকে বৈঠক ডাকা হয়েছিল । আর ওই বৈঠক চলাকালীন সংঘর্ষে জড়াল বিজেপি ও তৃণমূল কর্মীরা । শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে কাটোয়ার সংহতি মঞ্চে । প্রথমে বচসা থেকে একপ্রস্থ হাতাহাতি হয় । তারপর দু’দলের কর্মীরা লাঠিসোঁটা নিয়ে একে অপরের উপর চড়াও হয় । শুরু হয় তুমুল সংঘর্ষ । ঘটনাস্থলে পুলিশবাহিনী গিয়ে কোনও রকমে পরিস্থিতি সামাল দেয় । অশান্তির জেরে শেষ পর্যন্ত ভেস্তে যায় বৈঠক । ঘটনার পর বিজেপির পক্ষ থেকে প্রশাসনের কাছে নিরাপত্তার দাবি জানানো হয় । অন্যদিকে বিজেপির বিরুদ্ধে পালটা নালিশ জানিয়েছে তৃণমূল কংগ্রেস । কিন্তু এদিকে যখন করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে রাজ্যে আংশিক সময়ের লকডাউন ঘোষণা করা হয়েছে, এই অবস্থায় শতাধিক লোকজন নিয়ে কেন বৈঠক হচ্ছিল এনিয়ে প্রশ্ন উঠছে ।
কাটোয়া মহকুমা এলাকার রয়েছে তিনটি বিধানসভা কেন্দ্র । কাটোয়া,কেতুগ্রাম ও মঙ্গলকোট । ওই তিন আসনে মোট এক হাজারের অধিক বুথের গননার ব্যাবস্থা করা হয়েছে কাটোয়া কলেজে । এদিকে রাত পোহালে শুরু হবে গননার কাজ । তাই গণনা প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করা,গননাকেন্দ্রে করোনাবিধি বজায় রাখা ছাড়াও কাউন্টিং এজেন্টদের যাতে কোনও সমস্যার সম্মুখীন না হতে হয় মূলত তা নিয়ে আলোচনার জন্য এদিন নির্বাচন কমিশনের তরফ থেকে একটি বৈঠক ডাকা হয়েছিল । দুপুর ১২ টা নাগাদ কাটোয়ার সংহতি মঞ্চে বৈঠকটি শুরু হয় ।
জানা গেছে, প্রায় ঘন্টাখানেক বৈঠকে চলার পর কেতুগ্রামের বিজেপি প্রার্থী মথুরা ঘোষ ও কাটোয়া পুরসভা ১২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সুদিপ্তময় ঘোষের মধ্যে কোনও কারনে বচসা শুরু হয় । তা থেকে ঝামেলার সুত্রপাত । ক্রমে সেই অশান্তি ছড়িয়ে পড়ে দু’দলের এজেন্টদের মধ্যে । করোনা বিধি শিকেয় তুলে প্রেক্ষাগৃহের মধ্যেই দু’পক্ষের লোকজন হাতাহাতিতে জড়িয়ে পড়ে । বেশ কিছুক্ষন ধরে ভিতরে ঝামেলা চলার পর উভয় দলের কর্মীরা একে একে বাইরে বেড়িয়ে আসতেই অশান্তি চরম আকার নেয় ।
স্থানীয় সুত্রে জানা গেছে,প্রেক্ষাগৃহের বাইরে আসার পর দু’পক্ষের কর্মীদের মধ্যে প্রথমে ধাক্কাধাক্কি হয় । তারপর লাঠিসোঁটা নিয়ে একে অপরের উপরের ঝাঁপিয়ে পড়েন । এমনকি কোমড়ে বাঁধার বেল্ট ও রান্নার জন্য আনা অ্যালুমিনিয়ামের ডেচকিকেও হাতিয়ার হিসাবে ব্যাবহার করতে দেখা গেছে উত্তেজিত এজেন্টদের । শেষে খবর পেয়ে কাটোয়া থানা থেকে বিরাট পুলিশবাহিনী ঘটনাস্থলে যায় । পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশিকে কার্যত হিমশিম খেতে হয় ।
কেতুগ্রামের বিজেপি প্রার্থী মথুরা ঘোষের অভিযোগ,” বৈঠকের সময় মধ্যাহ্নভোজের বিরতি নিয়ে যখন মতামত নেওয়া হচ্ছিল তখন তৃণমূলের লোকজন আমাদের বলতে বাধা দেয় । তাই বাধ্য হয়ে আমরা মিটিং ছেড়ে বেড়িয়ে আসছিলাম । তখন ওরা বিনা প্ররোচনায় আমাদের ওপর লাঠিসোঁটা নিয়ে চড়াও হয় । আমাদের ব্যাপক মারধর করে ।’ অন্যদিকে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর সুদীপ্তময় ঘোষের পালটা অভিযোগ, ‘বৈঠকে চলাকালীন বিজেপি প্রার্থী মথুরা ঘোষ ও তাঁর দলের লোকজন আমার উপর চড়াও হয় । তা থেকেই ঝামেলা বাধে ।’।
দেখুন ভিডিও :