এইদিন ওয়েবডেস্ক,নদীয়া,১১ ডিসেম্বর : আজ বৃহস্পতিবার নদীয়া জেলার কৃষ্ণনগর থেকে “পথশ্রী” প্রকল্পের ৩৪টি রাস্তা উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । কিন্তু ওই ৩৪টি রাস্তার মধ্যে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সাংসদ কোটায় নির্মিয়মান একটি রাস্তাও অন্তর্ভুক্ত রয়েছে বলে অভিযোগ । যা নিয়ে তীব্র ক্ষোভে প্রকাশ করেছে বিজেপি ।
শান্তিপুর পঞ্চায়েত সমিতির বিজেপির সহকারী সভাপতি চঞ্চল চক্রবর্তী বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের কাছে তীব্র ক্ষোভে প্রকাশ করেন । তিনি বলেন,মিথ্যা কথা বলছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী । উনি উদ্বোধনের নামে প্রতারণা করছেন । নবলা গ্রাম পঞ্চায়েত এবং টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের মাঝখানের একটি রাস্তা, তাহেরপুর রোড থেকে রাস্তাটি খামারপাড়ার মধ্য দিয়ে বাতকুল্লা রোডে মিশছে । এই রাস্তা নির্মাণের জন্য ১৫ লক্ষ টাকা দিয়েছেন বিজেপির রাজ্যসভার সাংসদ ও রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য । সাংসদ উন্নয়ন তহবিল থেকে তিনি এই রাস্তাটা দিয়েছেন ।’
তিনি বলেন,’রাস্তায় ওয়ার্ক অর্ডার বেরিয়েছে ১১/১১/২০২৫ তারিখে ৷ রাস্তাটির কাজ শুরু হয়ে গেছে । কাজ চলছে৷ তারপরেও মুখ্যমন্ত্রী শমীক ভট্টাচার্য-এর দেওয়া রাস্তার উদ্বোধন করে দিলেন পথশ্রী প্রকল্প বলে৷ এসব কি চলছে ? এতো প্রতারণা চলছে । আমি মুখ্যমন্ত্রীর কথা বলছি না৷ অফিসাররা দিয়েছেন তাকে। আর উনি যা পারছেন তাই উদ্বোধন করে দিয়ে চলে যাচ্ছেন ।’
তার অভিযোগে যে শান্তিপুরে যে রাস্তার এখনো ওয়ার্ক অর্ডার হলো না, টেন্ডার হলো না, এই সমস্ত রাস্তাগুলি পর্যন্ত তিনি উদ্বোধন করে দিয়ে চলে গেলেন । রাস্তা আছে ভাঙাচোরা,আর উদ্বোধন হয়ে গেল । এসব কি চলছে বলুন তো ?’ বিষয়টি তিনি রাজ্য সভাপতিকে জানিয়েছেন বলে জানান৷ যদিও বিজেপির অভিযোগ প্রসঙ্গে শাসকদলের কোনো মতামত পাওয়া যায়নি এখনো ।।
