দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),০১ নভেম্বর : পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় দলীয় অনুষ্ঠানে ভাঙচুর ও মারধরের ঘটনায় ১৮ জন কর্মীকে শো-কজ করল বিজেপির রাজ্য নেতৃত্ব । প্রসঙ্গত,ঘটনাটি ঘটে গত ২২ অক্টোবর । ওইদিন দুপুরে কাটোয়া থানার দাঁইহাটের পশু চিকিৎসা কেন্দ্রের কাছে জেলা কার্যালয় অফিসে সাংগঠনিক বৈঠক ছিল বিজেপির । ওই বৈঠকে যোগ দেন বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও প্রাক্তন রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ । কিন্তু তাঁরা কাটোয়ায় আসার আগেই অনুষ্ঠানে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে । অনুষ্ঠান মঞ্চে ভাঙচুরের পাশাপাশি দলীয় নেতাদের মারধরও করা হয় বলে অভিযোগ ।
ইতিমধ্যে দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদার অনুষ্ঠানে এসে পৌঁছোন । পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে দিলীপ ঘোষ বিক্ষোভকারীদের সতর্ক করে জানান, ‘পাঁচ মিনিটের মধ্যে বাইরে না গেলে পুলিশ লাঠিচার্জ করে বের করে দেবে’ । এরপরেই ‘দিলীপ ঘোষ গো ব্যাক স্লোগান’ শ্লোগান ওঠে । গালিগালাজও করা হয় বলে অভিযোগ । অবশেষে ওই ঘটনার পরিপ্রেক্ষিতে ১৮ জন দলীয় কর্মীকে শোকজ করল বিজেপির রাজ্য নেতৃত্ব ।
শো কজের চিঠিতে জানতে চাওয়া হয়েছে,বিনা আমন্ত্রণে এসে কেন উশৃঙখল আচরন করা হল ? কেন ‘গো ব্যাক’ স্লোগান ও গালিগালাজ দেওয়া হল দিলীপ ঘোষকে ? এই সমস্তসহ একাধিক প্রশ্নের জবাব দেওয়ার জন্য ৩ দিন সময় দেওয়া হয়েছে । সুত্রের খবর, যে ১৮ জনকে শোকজ করা হয়েছে তার মধ্যে ৭-৮ জন দলীয় কর্মীকে সাসপেন্ড করতে পারে বিজেপির রাজ্য নেতৃত্ব ।
এই প্রসঙ্গে পূর্ব বর্ধমানে বিজেপির সাংগঠনিক কাটোয়া জেলার সভাপতি কৃষ্ণ ঘোষ বলেন, ‘রাজ্য নেতৃত্ব শোকজ করেছে । সাসপেন্ড বা বহিষ্কার যা করার রাজ্য নেতৃত্ব করবে । ওখানে আমার কিছু করার নেই । এখন রাজ্য নেতৃত্ব কি সিদ্ধান্ত নেয় তা দু’একদিনের মধ্যে জানা যাবে ।’।