• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

মালদা মেডিকেল কলেজে মহিলা ইন্টার্নকে শারিরীকভাবে নিগ্রহের ঘটনায় বিজেপির প্রতিবাদ, বামপন্থী ইন্টার্নদের অভিযোগ : বিজেপি সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা করছে  

Eidin by Eidin
August 25, 2025
in জেলার খবর, রাজ্যের খবর
মালদা মেডিকেল কলেজে মহিলা ইন্টার্নকে শারিরীকভাবে নিগ্রহের ঘটনায় বিজেপির প্রতিবাদ, বামপন্থী ইন্টার্নদের অভিযোগ : বিজেপি সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা করছে  
4
SHARES
51
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,মালদা,২৫ আগস্ট : মালদা মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত অবস্থায় ময়ূরাক্ষী ঘোষ নামে মহিলা ইন্টার্নকে শারিরীক ভাবে নিগ্রহ করার অভিযোগ উঠেছে মহম্মদ মিজানুর রহমান নামে অন্য এক ইন্টার্নের বিরুদ্ধে । গত ২১ শে আগস্ট রাতে  ঘটনার পর শুক্র ও শনিবার দফায় দফায়  কলেজের অধ্যক্ষ ডঃ পার্থপ্রতীম মুখার্জিকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখায় বেশ কিছু ইন্টার্ন । তারপরে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় আজ সোমবার মালদা মেডিকেল কলেজে বিক্ষোভ দেখায় বিজেপি । উপস্থিত ছিলেন বিজেপি নেতা শ্যামচাঁদ ঘোষ, বিশ্বজিৎ রায়, যুব মোর্চার নেতা শুভঙ্কর চম্পটি সহ অনান্যরা । তারা স্লোগান দিতে দিতে মালদা মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং সহকারী অধ্যক্ষের ঘরে যান । মহিলা ইন্টার্নকে শারিরীক হেনস্থাকারী ইন্টার্ন সহ যুক্ত বাকিদের শাস্তির দাবিতে তারা একটি স্মারকলিপিও জমা দেন ৷ বিজেপি কলেজ কর্তৃপক্ষকে হুঁশিয়ারি দিয়েছে যে ৪৮ ঘণ্টার মধ্যে শাস্তি মূলক ব্যবস্থা না নিলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন । অধ্যক্ষ জানিয়েছেন যে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে৷ তারা ঘটনা তদন্ত করে দেখছে । রিপোর্ট পাওয়ার পর কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শ্যামচাঁদ ঘোষ বলেন,’আমরা আরজিকর দেখেছি, কসবা দেখেছি৷ গত ২১ শে আগস্ট ঘটনার পর ৭২ ঘন্টা হয়ে গেছে । এখনো মিজানুর রহমান ও তার সহযোগীদের বিরুদ্ধে এফআইআর পর্যন্ত হয়নি । একান্ত মহিলা চিকিৎসক নিজেকে সুরক্ষিত মনে করতে পারছেন না বলে কাজে যোগ দিতে পারছেন না । আমরা ধিক্কার জানাই ।’এদিকে মালদা জেলার তৃণমূলের সভাপতি আব্দুল রহিম বক্সি বলেন, ‘যেভাবে মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে তা উচিত হয়নি । যে ঘটনা ঘটেছে তার জন্য প্রশাসন আছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ আছে ।’ পাশাপাশি কলেজের বামপন্থী ইন্টার্নরা বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক রাজনীতি করার অভিযোগ তুলেছেন । 

এদিকে আজ বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি আক্রান্ত ইন্টার্ন ময়ূরাক্ষী ঘোষের আতঙ্কিত অবস্থায় রেকর্ড করা একটি ভিডিওকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন । সেই ভিডিওতে মালদা মেডিকেল কলেজের ওই ইন্টার্নকে বলতে শোনা গেছে, নমস্কার, আমি ময়ূরাক্ষী ঘোষ, মালদা মেডিকেল কলেজের ইন্টার্ন ডাক্তার । আমার সাথে অত্যন্ত নিন্দনীয় একটা ঘটনা ঘটেছে তাই আমি ভিডিও করতে বাধ্য হয়েছি । গত একুশে আগস্ট আমার সার্জিক্যাল বিভাগে নাইট ডিউটি ছিল । আমার সঙ্গে আরও এক ইন্টার্ন মোহাম্মদ মিজানুর রহমান ছিল । সার্জিক্যালে প্রচুর ভিড় ছিল । আমি পেশেন্ট দেখছিলাম । কিন্তু আমার কো-ইন্টার্ন পেশেন্ট দেখছিল না । আমি তাকে বারবার রিকোয়েস্ট করি যে তুই পেশেন্ট দেখ । অশ্লীল ভাষায় গালাগালি করে । তারপরেও আমি শান্ত থাকি ।’ তরুণি চিকিৎসক জানিয়েছেন যে কোন কিছুতেই পেছনে যেতে রাজি করানো যায়নি মোহাম্মদ মিজানুর রহমানকে । এরপর দুজনাই “ইউনিটের দাদাদের” সঙ্গে কথা বলেন । তরুণী চিকিৎসকের অভিযোগ যে তিনি যখন ফোনে কথা বলছিলেন সেই সময় মিজানুর তার ফোনটি ছিনিয়ে নেয় । ফলে তার ডান দিকের মাথার চুল ছিঁড়ে যায় । রগে আঘাত লেগে লাল হয়ে যায় । তিনি গেলেন যে সমগ্র ঘটনাটি পেসেন্ট পার্টির সামনে ঘটেছিল এবং প্রচন্ডভাবে তিনি মানসিকভাবে আঘাত পান । 

তিনি আরো জানিয়েছেন যে ইউনাইটেড সিনিয়ররা বিষয়টি এড়িয়ে যায় । তখন একজন ব্যাচমেট তাকে সাহায্যর জন্য এগিয়ে আসে ৷এজন্য তার ব্যাচমেটকে মিজানুরের বাড়ির লোকেরা ফোন করে হুমকি দেয় এবং গালাগালি করে ।  ওরা ফোন করে জানায় যে ১০-১২ জন লোক এসে তাকে মারবে । তরুনী চিকিৎসক আর অভিযোগ করেছেন যে তাকে তার ব্যাচমেট এবং অধ্যক্ষ সহ চারজন ডাক্তারকে মিজানুরের বাড়ির লোকজন আরো কয়েকজন অধ্যক্ষের ঘরে দীর্ঘ 12 ঘন্টা ঘেরাও করে রেখে দেয় । তাদের মধ্যে কয়েকজনের নাম ও তিনি জানিয়েছেন । তরুণীর কথামতো তারা হলো : মোহাম্মদ ইশান শেখ, অন্তু নন্দী,হাফিজুল শেখ, কঙ্কিত সরকার, দেবস্মিতা রয় এবং পৃথা রয়৷ এরা ছাড়াও অন্তত ৩০ জন চিৎকার চেঁচামেচি করে তার বক্তব্য পেশ করতে দেয় না । তরুনী ডাক্তার কান্নাভেজা গলায় বলেন, ‘আমি খুব আতঙ্কিত হয়ে আছি । ভয়ে আমি ডিউটি পর্যন্ত করতে যেতে পারছি না ।’ তিনি প্রশ্ন তোলেন,  ‘কর্তব্যরত একজন চিকিৎসকের গায়ে হাত তোলা কতটা ন্যায়সঙ্গত ? অন্যায়ের প্রতিবাদ করা আমার ব্যাচমেটকে মারধরের হুমকি দেওয়া কতটা ন্যায় সঙ্গত ?’ 

বিজেপি নেতৃত্বে লকেট চ্যাটার্জি এ নিয়ে মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জিকে কার্যত তুলোধুনা করেছেন৷ তুমি লিখেছেন, ‘আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে উভয় ঘটনার এক বছরের মধ্যে, মালদা মেডিকেল কলেজে দায়িত্ব পালনকালে একজন মহিলা ইন্টার্ন ডাক্তার যে ভয়াবহ মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছিলেন সে সম্পর্কে তার নিজের বক্তব্য । হাসপাতাল কর্তৃপক্ষ কি ব্যবস্থা নেবে?  নাকি অভিযুক্ত মীজানুর রহমান এর থেকে মুক্তি পাবে? এই ডাক্তার কি বাঙালি নয়?  এই মেয়েটা কি বাঙালি নয়? যতদিন এই অকেজো স্বাস্থ্যমন্ত্রী/পুলিশমন্ত্রী/মুখ্যমন্ত্রী ক্ষমতায় থাকবেন, ততদিন পশ্চিমবঙ্গে মহিলাদের কোনও নিরাপত্তা থাকবে না।’।

আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে অভয় ঘটনার এক বছরের মধ্যে, মালদা মেডিকেল কলেজে দায়িত্ব পালনকালে একজন মহিলা ইন্টার্ন ডাক্তার যে ভয়াবহ মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছিলেন সে সম্পর্কে তার নিজের বক্তব্য ।
হাসপাতাল কর্তৃপক্ষ কি ব্যবস্থা নেবে? নাকি অভিযুক্ত মীজানুর রহমান… pic.twitter.com/yPhSFdMW8n

— Locket Chatterjee (@me_locket) August 25, 2025
Previous Post

বাংলাদেশি ও রোহিঙ্গাদের তাড়ানোয় কষ্টে বুক ফেটে যাচ্ছে কংগ্রেস নেত্রী সৈয়দা হামিদের, বললেন : ‘ওদের সঙ্গে অন্যায় হচ্ছে’ ; হিমন্ত বিশ্ব শর্মা তাকে পরামর্শ দিয়েছেন  : “আপনার বাড়িতে রাখুন” 

Next Post

শুধু সাংসদ বাহারউদ্দিন নয়, ঢাকায় শতাধিক হিন্দুকে উচ্ছেদ ও প্রতিমা ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত প্রাক্তন মেয়র ফজলে নূরও ভারতে লুকিয়ে আছে বলে দাবি করা হচ্ছে 

Next Post
শুধু সাংসদ বাহারউদ্দিন নয়, ঢাকায় শতাধিক হিন্দুকে উচ্ছেদ ও প্রতিমা ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত প্রাক্তন মেয়র ফজলে নূরও ভারতে লুকিয়ে আছে বলে দাবি করা হচ্ছে 

শুধু সাংসদ বাহারউদ্দিন নয়, ঢাকায় শতাধিক হিন্দুকে উচ্ছেদ ও প্রতিমা ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত প্রাক্তন মেয়র ফজলে নূরও ভারতে লুকিয়ে আছে বলে দাবি করা হচ্ছে 

No Result
View All Result

Recent Posts

  • ইউপির বেরিলিতে দাঙ্গাকারীদের বিরুদ্ধে বুলডোজার অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল প্রাক্তন এসপি কাউন্সিলর ওয়াজিদ বেগের “বেগ বরাতঘর”  
  • সামসেরগঞ্জের বাবা-ছেলেকে খুনে ৩ মূল অভিযুক্তকে ফাঁসির সাজা থেকে কিভাবে বাঁচিয়ে দেওয়া হল তার ব্যাখ্যা দিলেন শুভেন্দু অধিকারী 
  • বাংলাদেশের দিকে নজর দিলেই ভারতে ক্ষেপণাস্ত্র হামলা চালাবে  পাকিস্তানের জঙ্গি নেতা কামরান সাঈদ উসমানি 
  • “ওখানে ইউনূস যে কাজ করছে এখানে মনোজ ভার্মাকে দিয়ে সেই একই কাজ করাচ্ছে মমতা ব্যানার্জি” : কলকাতা পুলিশের নির্মম লাঠিচার্জের প্রতিক্রিয়ায় বললেন শুভেন্দু অধিকারী 
  • কাটোয়ায় ৪ বাড়িতে রাতভর লুটপাট চালালো দুষ্কৃতীদল, আজ ভোরে ছাদ থেকে লাফিয়ে পালাতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়ল নদীয়ার সামারুল শেখ নামে এক দুষ্কৃতী 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.