শ্যামসুন্দর ঘোষ,কালনা,১২ নভেম্বর : কেন্দ্র সরকার গত ৪ তারিখ থেকে পেট্রোল-ডিজেলের উপর উৎপাদন শুল্ক (Excise duty) কমানোর পর ভ্যাট কমিয়েছে একাধিক বিজেপি শাসিত রাজ্যও । কংগ্রেস শাসিত পাঞ্জাব ও ছত্তিশগড়ও একই পদাঙ্ক অনুরসণ করেছে । কিন্তু ভ্যাট কমানোর বিষয়ে এযাবৎ কোনও উচ্চবাচ্চ করেনি তৃণমূল কংগ্রেস শাসিত পশ্চিমবঙ্গ । এদিকে এটাকে ইস্যু করে রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে গেরুয়া শিবির ।ভ্যাট কমানোর দাবিতে বিজেপির তরফ থেকে রাজ্য জুড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হচ্ছে ।
শুক্রবার পূর্ব বর্ধমান জেলার একাধিক জায়গায় পথে নামতে দেখা গেল বিজেপির নেতা কর্মীদের । এদিন কালনা মহকুমার পূর্বস্থলী উত্তর বিধানসভায় স্থানীয় বিজেপি নেতা বিধান ঘোষের নেতৃত্বে পূর্বস্থলীর নিমতলা থেকে একটি মিছিল শুরু হয় । তারপর লোহাচুরে একটি পেট্রোল পাম্পের সামনে এসে বিক্ষোভ দেখান বিজেপির নেতা ও কর্মীরা । পাশাপাশি এদিন মন্তেশ্বর ব্লকের সাতগেছিয়াতেও বিজেপির তরফ থেকে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছিল । সাতগেছিয়ায় বিজেপির দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু হয় । মিছিলটি গোটা বাজার পরিক্রমার পর সাতগেছিয়া বাজারে একটি পথসভার আয়োজন করা হয় । এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির সাংগঠনিক কাটোয়া জেলার সাধারন সম্পাদক বিশ্বজিৎ পোদ্দার, বিজেপি নেতা বিশ্বরূপ চট্টোপাধ্যায় ও দেবু প্রসাদ চৌধুরী প্রমুখ ।
বিশ্বজিৎ পোদ্দার বলেন, ‘কেন্দ্র সরকার ডিজেলের লিটার পিছু দাম ১০ টাকা ও পেট্রোলের লিটার পিছু ৫ টাকা করে কমিয়েছে । কিন্তু রাজ্য সরকারকে দাম কমানোর জন্য বারাংবার বলা সত্ত্বেও দাম কমাচ্ছে । অথচ এই সরকারই কিছুদিন আগে পেট্রোপন্যের মূল্যবৃদ্ধির কারনে সাইকেল,গরুর গাড়ি চালিয়ে আন্দোলন করেছিল । সেই রাজ্য সরকারের আজকের ভূমিকা অন্য রকম দেখতে পাচ্ছি । মুখ্যমন্ত্রী বলছেন পেট্রোল ডিজেলের দাম কমানো সম্ভব নয় । তাই আমরা পথে নামতে বাধ্য হয়েছি । আমাদের আন্দোলন জারি থাকবে ।’।