এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৮ অক্টোবর : বুধবার লক্ষ্মীপূজার দিন দক্ষিণ ২৪ পরগনার বজবজ বিধানসভার বাওয়ালি রথতলা পুজো কমিটির দেবী প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছিল । রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ করেছিলেন, ‘বজবজ বিধানসভার বাওয়ালি রথতলা পুজো কমিটির মা লক্ষ্মীর প্রতিমা জেহাদিদের দ্বারা আক্রান্ত হল। বাংলাদেশের মত একই পদ্ধতিতে এখন পশ্চিমবঙ্গে হিন্দুদের ধর্মাচরণে বাধা দেওয়া হচ্ছে। রাজ্য পুলিশ নির্বিকার।কয়েকবছর আগে এই একই জায়গায় দুর্গাপুজোয় মা দুর্গার মূর্তি ভাঙচুর করা হয়েছিল। সেই ঘটনায় আজ পর্যন্ত প্রশাসন কারো বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি, কেউ গ্রেফতার হয়নি। মমতা ব্যানার্জি সরকারের তোষণের রাজনীতির জন্য হিন্দুদের উপরে ক্রমাগত ঘটে চলা এই অন্যায় অত্যাচারের প্রতিরোধ গড়ে তুলতে হবে। হিন্দুদের বলবো এবার জাগ্রত হন, নাহলে এরপর নিজের ঘরেও পুজো-আচ্চা করতে পারবেন না।’
এদিকে প্রতিমা ভাঙচুরের ঘটনার পর দু’দিন কেটে গেলেও পুলিশ এখনো অভিযুক্তদের গ্রেফতার করেনি বলে অভিযোগ । ঘটনার প্রতিবাদে এবং প্রতিমা ভাঙচুরের ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে আজ শুক্রবার বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পালের নেতৃত্বে বজবজের নোদাখালী থানার সামনে অবস্থান বিক্ষোভ করে বিজেপি । থানার সামনে রাস্তায় বসে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান অগ্নিমিত্রা পালেরা । এই বিষয়ে অগ্নিমিত্রাদেবী সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন,’দক্ষিণ ২৪ পরগনার বজবজ বিধানসভার বাওয়ালি রথতলা পুজো কমিটির উদ্যোগে মা লক্ষ্মীর প্রতিমা ও প্যান্ডেল জেহাদিদের দ্বারা ভাঙচুর করা হয়।রাজ্যের পুলিশ প্রশাসন নির্বিকার।সাধারণ মানুষ ও ক্লাব কর্তৃপক্ষ এই ঘটনার প্রতিবাদ করেন।ভাইপোর পুলিশ বাহিনী দোষীদের এখনো পর্যন্ত গ্রেফতার করেনি।দোষীদের গ্রেফতার ও তাদের উপযুক্ত শাস্তির দাবিতে গতকাল ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে নোদাখালী থানার সামনে অবস্থান বিক্ষোভে সামিল হলাম ।’
উল্লেখ্য যে লক্ষ্মীপ্রতিমা ভাঙচুরের ঘটনায় এক প্রতিবাদীকে প্রকাশ্যে চড় মারার পাশাপাশি মারধরের অভিযোগ উঠেছে ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) মিঠুন দে একজন নামকরা ‘ভাইপো পুলিশ অফিসার’ । ডায়মন্ড হারবারকে মিনি পাকিস্তানে পরিণত করার একমাত্র উদ্দেশ্য নিয়ে গত ৮ বছর ধরে তাকে ক্রমাগত ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্টে রাখা হয়েছে।’ পাশাপাশি তিনি এসপিকে অবিলম্বে বরখাস্তের দাবি তুলে তিনি লিখেছিলেন, ‘পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা হিসেবে আমি নিশ্চিত করব যে এই নোংরা ব্যক্তির আইন অনুযায়ী উপযুক্ত শাস্তি হবে। এটি নিশ্চিত করার জন্য যা যা করা দরকার তা করব । এই ব্যক্তি পুলিশ অফিসার হিসাবে কাজ করার উপযুক্ত নন, তাকে অবিলম্বে বরখাস্ত করতে হবে।’।