এইদিন ওয়েবডেস্ক,ভাতাড়,৩০ ডিসেম্বর : একশ দিনের বকেয়া মজুরি মেটানোর দাবি,জব কার্ড ও আবাস যোজনায় স্বজন পোষনের অভিযোগ তুলে পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের বড়বেলুন-১ পঞ্চায়েতে বিক্ষোভ কর্মসূচি পালন করল বিজেপি । মঙ্গলবার ভাতাড় ব্লকে বিজেপির ৩৩ নম্বর মন্ডলের সভাপতি রাজকুমার হাজরার নেতৃত্বে শতাধিক দলীয় কর্মী সমর্থক মিছিল করে এসে পঞ্চায়েত কার্যালয়ের সামনে ধর্নায় বসে পড়েন । চলে তুমুল বিক্ষোভ । প্রচুর মহিলাকে এই কর্মসূচিতে সামিল হতে দেখা যায় । যদিও সেই সময় পঞ্চায়েত অফিসে ছিলেন না প্রধান পুর্নীমা মাঝি । শেষে বেশ কিছুক্ষন ধরে বিক্ষোভ প্রদর্শনের পর বিজেপির পক্ষ থেকে ৬ দফা দাবিতে প্রধানের অফিসে একটা স্মারকলিপি জমা দেওয়া হয় ।
জানা গেছে, বেশ কিছুদিন ধরেই তৃণমূল শাসিত বড়বেলুন-১ পঞ্চায়েতের বিরুদ্ধে স্বজন পোষন, দুর্নীতিসহ একাধিক অভিযোগ তুলে আসছে বিজেপি । এনিয়ে ইতিপূর্বে বিজেপির তরফ থেকে একাধিক বার পঞ্চায়েত ঘেরাও ও পঞ্চায়েত প্রধানকে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে । যদিও প্রতিবারেই বিজেপির তোলা এই অভিযোগকে অস্বীকার করেছে শাসকদল । এরপর মঙ্গলবার ফের পঞ্চায়েতের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করল বিজেপি । ভাতাড়ে বিজেপির ৩৩ নম্বর মন্ডল সভাপতি রাজকুমার হাজরার অভিযোগ, ‘একশ দিনের প্রকল্পে কাজ করানো হয়েছে । অথচ জবকার্ডধারীদের বকেয়া মজুরির টাকা দেওয়া হচ্ছে না । দীর্ঘদিন ধরে সেই টাকা আটকে রাখা হয়েছে । একশ দিনের কাজের জন্য “৪-ক” ফর্ম সকলকে দেওয়া হচ্ছে না । বেছে বেছে দেওয়া হচ্ছে । জবকার্ড রাজনৈতিক রঙ দেখে দেওয়া হচ্ছে । প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রচুর অনুদান এসেছে । কিন্তু সেগুলো তৃণমূল কর্মী সমর্থকদেরই দেওয়া হচ্ছে । এছাড়া কোনও কাজের জন্য সাধারন মানুষ ও এলাকার ছাত্রছাত্রী গেলে তাঁদের ফিরিয়ে দেওয়া হচ্ছে । ফলে পঞ্চায়েত থেকে পরিষেবা না পেয়ে তাঁদের প্রচন্ড সমস্যার মধ্যে পড়তে হচ্ছে । তাই এদিন আমরা পঞ্চায়েতে বিক্ষোভ দেখাতে বাধ্য হয়েছি ।’
যদিও বিজেপির এই অভিযোগ মানতে চাননি ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বড়বেলুন-১ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দেবাশীষ বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, ‘ পঞ্চায়েতের কাজ ঠিকঠাক চলছে । তৃণমূল কংগ্রেস কখনও রং দেখে পরিষেবা দেয় না । বিজেপি অশান্তি লাগানোর জন্য এই সব করছে ।’।