এইদিন ওয়েবডেস্ক,গুয়াহাটি,০৩ ফেব্রুয়ারী : আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা কয়েকদিন আগে বলেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী হলেন বিজেপির “স্টার ক্যাম্পেনার” । তার অভিমত যে রাহুল গান্ধী যেখানেই সভা বা র্যালি করতে গেছেন সেখানে বিজেপি লাভবান হয়েছে। হেমন্ত বিশ্বাস শর্মা এমনই দাবির ইঙ্গিত পাওয়া গেল আসামের একটি সংবাদ মাধ্যমের জনমত সমীক্ষায় । নিউজ লাইভ (News Live) নামে ওই সংবাদমাধ্যমের জনমত সমীক্ষা অনুযায়ী যদি এই মুহুর্তে আসামে লোকসভা নির্বাচন হয় তাহলে মোট ১৪ টি আসনের মধ্যে বিজেপি একাই ১১ টি আসনে জয়লাভ করবে, যা ২০১৯ সালের নির্বাচনের থেকে ২ দুটি আসন বেশি । আসামে অসম গন পরিষদ ও ইউপিপিএল এর সঙ্গে জোট রয়েছে বিজেপির ।
অন্য দলগুলির মধ্যে কংগ্রেস পেতে পারে ২ টি আসন,বিগত নির্বাচনের থেকে ১ টি কম । নওগাঁও ও করিমগঞ্জ – ওই দুই আসনে কংগ্রেস জিতলেও তাদের এআইইউডিএফ-এর কড়া প্রতিদ্বন্দ্বীতার মুখে পড়তে হতে পারে । এদিকে এআইইউডিএফ তার ১ টি আসন ধরে রাখবে বলে সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছে । ধুবড়ি আসনটি এআইইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমলের জয় নিশ্চিত বলে মনে করা হচ্ছে । আসামের ১৪ টি বিধানসভার ৫,০০০ ভোটারের উপর এই সমীক্ষা চালানো হয় বলে জানানো হয়েছে ।
ভোট কুশলী প্রশান্ত কিশোর বলেছেন যে লোকসভা নির্বাচনের ২ মাস আগে রাহুল গান্ধীর মণিপুর থেকে যাত্রা করার মধ্যে তিনি কোনও যুক্তি খুঁজে পান না । এমন সময়ে যখন তিনি রাজনীতির কেন্দ্রে থাকা উচিত, তখন তিনি উত্তর-পূর্বে একটি যাত্রায় ব্যস্ত ।
এদিকে শুক্রবার মালদার জনসভায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লোকসভা নির্বাচনে কংগ্রেস ৪০ টি আসনও জিতবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন । পশ্চিমবঙ্গে রাহুল গান্ধীর পদযাত্রায় তীব্র অসন্তুষ্ট প্রকাশ করে তিনি বলেন,রাহুল গান্ধী মুসলিমদের উসকানি দিতে এসেছেন । পাশাপাশি তিনি রাহুল গান্ধীকে চ্যালেঞ্জ করে বলেন, ‘বারাণসীতে বিজেপির বিরুদ্ধে জিতে দেখাও । আমিও দেখতে চাই তুমি কতটা সাহসী ।’ উল্লেখ্য,পশ্চিমবঙ্গে ‘ইন্ডি জোট’ থেকে বেড়িয়ে এসেছেন মমতা ব্যানার্জি । এখন সিপিএমের সঙ্গে আসন রফা করছে কংগ্রেস ।।