এইদিন ওয়েবডেস্ক,বালুরঘাট(দক্ষিণ দিনাজপুর), জানুয়ারী : এক আদিবাসী নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল দক্ষিণ দিনাজপুরের কেশবপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি পঞ্চায়েত সদস্য শান্তনু চৌধুরীর বিরুদ্ধে। কিন্তু তথ্যপ্রমাণ না থাকায় তাকে বেকসুর খালাস করে দিয়েছে আদালত । গত বছরের অক্টোবর মাসে পতিরাম থানায় দায়ের করা মামলায় জেল হেপাজতেও ছিলেন ওই বিজেপি নেতা । রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফে এনিয়ে ব্যাপক শোড়গোল করা হয়েছিল তখন । কথিত ধর্ষণে অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচিও পালন করেছিল তৃণমূলের নেতাকর্মীরা।
অন্যদিকে দলীয় নেতা শান্তনু চৌধুরীকে ‘অন্যায়ভাবে মিথ্যা মামলায় ফাঁসানো’র অভিযোগ তুলে পুলিশের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছিল দক্ষিণ দিনাজপুরের বিজেপি নেতৃত্ব । বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ ডঃ সুকান্ত মজুমদার এর প্রতিবাদে পথেও নেমেছিলেন । তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে জেলার বুনিয়াদপুরের এসডিপিও অফিসে এনিয়ে বিক্ষোভ দেখান । অবশেষে শান্তনু চৌধুরীকে বেকসুর খালাস করে দেয় দক্ষিণ দিনাজপুর জেলা আদালত । আদালতের রায়ের পর শুক্রবার দুপুরে বালুরঘাটে বিজেপির জেলা কার্যালয়ে শান্তনু চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হয় । বিজেপির অভিযোগ যে এলাকায় ব্যাপক জনপ্রিয়তা রয়েছে শান্তনু চৌধুরীর । বটুন গ্রামপঞ্চায়েতের দু’বারের সদস্য । তাই তাকে রাস্তা থেকে সরাতে আদিবাসী নাবালিকাকে ধর্ষণের মিথ্যা মামলায় ফাঁসিয়েছিল তৃণমূল কংগ্রেস । যদিও তৃণমূল নেতৃত্বের দাবি যে ওই বিষয়ে তাদের কোনো হাত ছিল না ।।