এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),১৮ জানুয়ারী : শুক্রবার মালদা স্টেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে দেশের প্রথম সেমি হাইস্পিড “বন্দে ভারত” স্লিপার ট্রেনের উদ্বোধন হয়ে গেছে । এই উপলক্ষে ছিল রাজকীয় আয়োজন । কাটোয়া স্টেশনেও অত্যাধুনিক সুবিধাযুক্ত এই ট্রেনটির স্টপেজ দেওয়া হয়েছে ৷ ফলে খুব খুশি এলাকার বাসিন্দারা বিশেষ করে শনিবার মধ্যরাতে প্রায় ১:৫০ নাগাদ কাটোয়া স্টেশনে প্রথমবারের মতো “বন্দে ভারত” এসে দাঁড়ালে উচ্ছ্বাসে ফেটে পড়েন বিজেপি নেতাকর্মীরা । ট্রেনের চালককে ফুলে মালা ও চন্দনের ফোঁটা পরিয়ে স্বাগত জানানো হয় । তুলে দেওয়া হয় কাটোয়ার বিখ্যাত মিষ্টান্ন পরানের পান্তুয়ার প্যাকেট । অত রাতেও পূর্ব বর্ধমান জেলার বিজেপির কনভেনর ও কাটোয়ার বাসিন্দা কৃষ্ণ ঘোষ সহ প্রচুর নেতাকর্মীকে দেখা যায় কাটোয়া স্টেশনে । তারা এই ঐতিহাসিক মুহুর্তের স্বাক্ষী থাকতে কাটোয়া থেকে টিকিট কেটে পরবর্তী স্টেশন নবদ্বীপ পর্যন্ত ভ্রমণও করেন । ট্রেন ছাড়ার আগে কৃষ্ণ ঘোষ বলেন, ‘স্বপ্নেও ভাবিনি যে কাটোয়া থেকে বন্দে ভারত ট্রেনে চড়ার সৌভাগ্য হবে । এই খুশি প্রকাশের ভাষা নেই । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে অসংখ্য ধন্যবাদ ।’
“বন্দে ভারত” স্লিপার ট্রেনটি মূলত পশ্চিমবঙ্গ ও আসামের মধ্যে চলবে । পশ্চিমবঙ্গের সাতটি জেলা নিয়ে মোট নয়টি জেলার মধ্যে চলবে ট্রেনটি । ট্রেনে মোট ১৬টি কোচ রয়েছে। এর মধ্যে ১১টি থ্রি-টিয়ার এসি, ৪টি টু-টিয়ার এসি এবং ১টি ফার্স্ট ক্লাস এসি কোচ। একসঙ্গে সর্বোচ্চ ৮২৩ জন যাত্রী এই ট্রেনে ভ্রমণ করতে পারবেন।
ট্রেনটির উল্লেখযোগ্য বিষয় হল যে এতে রয়েছে বিমানের মত সুবিধা । যাত্রীদের সমস্ত সুবিধার কথা মাথায় রেখে ট্রেনটিকে উন্নতমানের বার্থ, বায়ো-টয়লেট, সেন্সর যুক্ত ইন্টার-ডোর এবং অত্যাধুনিক অগ্নিনির্বাপক ব্যবস্থা যুক্ত করে তোলা হয়েছে । তবে ভাড়া বিমানের থেকে অনেক কম । হাওড়া থেকে ছেড়ে মালদা হয়ে গুয়াহাটি পর্যন্ত যাত্রার সময় অনেকটাই কম হবে । বিশেষ করে উত্তরবঙ্গ ও মালদা-মুর্শিদাবাদের রেলযাত্রীরা প্রভূত উপকৃত হবে । কাটোয়ায় স্টপেজ দেওয়ায় পূর্ব বর্ধমান জেলাবাসীর জন্য একটা উপরি পাওনা বলে মনে করা হচ্ছে । বিশেষ করে আসামের কামরূপ কামাক্ষা যেতে আগ্রহী জেলার পূণ্যার্থীদের যাত্রাপথ আরও কম ও আরামদায়ক হবে ।।

