এইদিন ওয়েবডেস্ক,হুগলি,২১ জুন : হুগলির গোঘাটে বিজেপির মুসলিম নেতাকে খুনের অভিযোগ উঠল । মৃতের নাম শেখ বাকিবুল্লাহ । তিনি বিজেপির সংখ্যালঘু মোর্চার মণ্ডল সভাপতি ছিলেন । আজ শনিবার সকালে নিজের বাড়ির বারান্দা থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় । তার দু’হাত সামনের দিকে জড়ো করে বাঁধা থাকায় পরিবারের লোকজনের সন্দেহ যে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে । পুলিশ মৃতদেহটা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ।
গোঘাটের সানবাঁধি এলাকায় বাড়ি শেখ বাকিবুল্লাহর । দলের হয়ে তিনি দীর্ঘদিন ধরে সক্রিয় ভাবে কাজ করে আসছিলেন । আজ সকালে পরিবারের লোকেরা দোতলার বারান্দায় বাকিবুল্লার ঝুলন্ত দেহ দেখতে পান । বিজেপি নেতার দুটি হাত দড়ি দিয়ে সামনে জড়ো করে বাঁধা ছিল । বাকিবুল্লার বাবাই দড়ি কেটে ছেলেকে নামিয়েছেন। এদিকে ঘটনার খবর পেয়েই বিজেপি নেতা ও পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ এলাকায় যান । খোঁজ নেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও । দেহ উদ্ধারে গিয়ে স্থানীয়দের বাধার মুখে পড়ে গোঘাট থানার পুলিশ। রাজনৈতিক কারণে বিজেপি নেতাকে খুন করা হয়েছে বলে পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ দাবি করেন ।
পরিবারের অভিযোগ, এটি কোনও আত্মহত্যার ঘটনা ন,রাজনৈতিক কারণে পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে শেখ বাকিবুল্লাহকে । তাঁদের দাবি, পরে ঘটনাকে আত্মহত্যা হিসেবে প্রমাণ করার জন্য ঝুলিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপি নেতৃত্ব দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন । পাশাপাশি তৃণমূলও মৃতের পরিবারের পাশে থাকার বার্তা দিয়ে প্রশাসনের তরফে নিরপেক্ষ তদন্ত দাবি করেছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি আত্মহত্যা নাকি খুনতা এখনও স্পষ্ট নয় । ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে ।।

