এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১৯ ডিসেম্বর : বিআর আম্বেদকরকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যের বিরুদ্ধে পার্লামেন্টে বিরোধী দলের সাংসদরা বিক্ষোভ করছেন । এ সময় আহত হয়েছেন বিজেপি সাংসদ প্রতাপচন্দ্র সারঙ্গী । তার মাথায় আঘাত লেগেছে। তিনি অভিযোগ করেছেন যে রাহুল গান্ধী একজন সাংসদকে ধাক্কা দিয়েছিলেন যিনি তাঁর উপর পড়েছিলেন, যার কারণে তিনি মাথায় আঘাত পেয়েছিলেন ।
প্রতাপচন্দ্র সারঙ্গী আরও জানান, তিনি সিঁড়ির কাছে দাঁড়িয়ে ছিলেন। এরপর আসেন রাহুল গান্ধী। আর পাশে দাঁড়িয়ে থাকা একজন এমপিকে ধাক্কা দেন। যার জেরে তিনি পড়ে যান। আর তার মাথা ফেটে যায়। সারঙ্গীকে চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এ বিষয়ে রাহুল গান্ধীকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, মকর দ্বারে বিজেপি সাংসদরা তাঁকে বাধা দেন। তাঁকে সংসদে ঢুকতে বাধা দেওয়া হলে তিনি তাদের ধাক্কা দিয়ে সরিয়ে দেন । রাহুল গান্ধী বলেন, ‘ক্যামেরায় সব কিছু ধরা পড়েছে। বাড়ি যাওয়ার চেষ্টা করছিলাম। তখন বিজেপি সাংসদরা আমাকে ধাক্কা দিয়ে হুমকি দিয়েছেন । খাড়গে জির সঙ্গেও তার বাকবিতণ্ডা হয়। ধাক্কাধাক্কি করে কিছুই পাওয়া যায় না। বিজেপি সাংসদরা আমাদের সংসদে যাওয়া থেকে আটকাতে পারবেন না।’
এদিকে প্রতাপ চন্দ্র সারঙ্গীর অবস্থা জানতে রাম মনোহর লোহিয়া হাসপাতালে যাচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়াল, প্রহ্লাদ যোশী এবং আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। সূত্রের খবর, বিক্ষোভের ভিডিওগুলি পরীক্ষা করছে বিজেপি। যাতে রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রতাপচন্দ্র সারঙ্গীকে ধাক্কা দেওয়ার অভিযোগের সত্যতা পাওয়া যায়। রাহুল গান্ধীকে ধাক্কা দেওয়ার ফুটেজ পাওয়া গেলে বিজেপি রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর করতে পারে ।
সংসদের শীতকালীন অধিবেশনের আজ ১৯তম দিন। বাবা সাহেব আম্বেদকরকে অপমানের প্রতিবাদে সংসদের বাইরে বিক্ষোভ মিছিল করেন বিরোধী সাংসদরা। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী নীল পোশাক পরে সংসদে পৌঁছেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্য নিয়ে লোকসভা ও রাজ্যসভায় তুমুল হট্টগোল হয়েছে। এরপর দুপুর ২টা পর্যন্ত সংসদের উভয় কক্ষের কার্যক্রম মুলতবি করা হয়।।