এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া, ২৪ ডিসেম্বর : ৩৩ তম আন্তর্জাতিক বিষ্ণুপুর মেলা শুরু হয়েছে । সরকারী ব্যবস্থাপনায় শুরু হওয়া এই মেলায় আমন্ত্রন না পাওয়ায় উষ্মাপ্রকাশ করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ । তবে সরকারীভাবে আমন্ত্রন না পেলেও সপার্ষদ মেলা প্রাঙ্গনে ঘুরতে দেখা গেল সৌমিত্রবাবুকে । বুধবার সন্ধ্যায় তিনি মেলার মাঠে আড্ডার পাশাপাশি মোগলাই পরোটা, তেলেভাজা, এগরোল খেলেন । অনেকের সেলফি তোলার আবদারও মেটালেন হাঁসি মুখে ।
পরে মেলার মাঠেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌমিত্র খাঁ বলেন, ‘বিষ্ণুপুর মেলায় প্রশাসন যদি বিরোধীদের ডাকত তাহলে ভালো লাগতো । যে সমস্ত পুলিশ অফিসাররা এখন নিজেদের বড় মনে করছেন তাঁরাই দু’দিন পর স্যালুট করবেন । একজন জনপ্রতিনিধিকে সম্মান পর্যন্ত দিতে পারেন না। যারা মেলার আয়োজন করেছেন তাঁদের দেখে দুঃখ লাগে।’ মেলায় আমন্ত্রন না জানানোয় এইভাবে উষ্মা প্রকাশ করেন বিজেপি সাংসদ । পাশাপাশি তিনি বলেন, ‘ তৃণমূলের আমলে বিষ্ণুপুর মেলা তার ঐতিহ্য হারিয়ে ফেলেছে । মেলায় যে হারে দুর্নীতি হয় বিরোধীদের ডাকলে তা প্রকাশ্যে চলে আসবে বলেই উদ্বোধনী অনুষ্ঠানে ডাকা হয়নি । তবে অনুষ্ঠানে ডাকা হোক বা না হোক, হৃদয়ের টানেই আমি আজ মেলায় এসেছি । খুব ভালো লাগলো ।’
তবে এবারে সহধর্মিণী সুজাতা খাঁকে ছাড়াই বিষ্ণুপুর মেলায় দেখা গেল সৌমিত্রবাবুকে । এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘মানুষের জীবন এগিয়ে নিয়ে যাওয়ার । একজন রাজনীতিবিদের কাছে আগে হল যুবকদের স্বপ্ন পূরন করা । তার জন্য আমি সব কিছু করতে পারি । পশ্চিমবঙ্গে যারা যুবকের স্বপ্ন শেষ করে দিয়েছে তাদের সাথে যারা সঙ্গ দেবে তাদের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই ।’
দেখুন ভিডিও :