দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),০৪ জুন : ওড়িশার বালাসোরে ট্রেন দূর্ঘটনায় অল্প-বিস্তর আহত হয়েছেন পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার বামশোর, কালুত্তক প্রভৃতি গ্রাম মিলে বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিক । দূর্ঘটনার কবলে পড়া ওই সমস্ত শ্রমিকদের সঙ্গে রবিবার দেখা করে গেলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া । এদিকে ১০০ দিনের কাজ ও বকেয়া টাকার দাবিতে সাংসদকে ঘিরে বিক্ষোভ দেখালো কয়েকজন তৃণমূল নেতা ও কর্মী । যদিও এই বিক্ষোভকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন বিজেপি সাংসদ । তিনি সাফ জানিয়ে দেন, রাজ্য সরকার ১০০ দিনের কাজের হিসাবই দিতে পারছে না তাই টাকা আটকে রেখেছে সংশ্লিষ্ট দপ্তর । হিসাব দিলেই বকেয়া টাকা পাবে এবং ১০০ দিনের কাজও শুরু হবে ।
। জানা গেছে,এদিন বিকেলে জেলা সভাপতি অভিজিৎ তাসহ স্থানীয় নেতা নেতৃদের সঙ্গে প্রথমে বামশোর গ্রামে আসেন সুরিন্দর সিং আলুওয়ালিয়া । তার আগেই নিত্যানন্দপুর পঞ্চায়েতের উপপ্রধান জুলফিকার আলী ও ভাতার অঞ্চল তৃণমূল নেতা সোমু চৌধুরীর নেতৃত্বে বেশ কিছু তৃণমূল কর্মী সেখানে জড়ো হয়েছিলেন । বিজেপি সাংসদ বামশোর গ্রামে আসতেই তারা বিক্ষোভ দেখাতে শুরু করে । বিক্ষোভকারীরা অভিযোগ তোলেন,একশ দিনের কাজ বন্ধ হয়ে যাওয়ার কারনেই এলাকার মানুষকে ভিন রাজ্যে কাজে যেতে হচ্ছে । তারা ১০০ দিনের কাজ চালু করার দাবি জানান ।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি সাংসদ তৃণমূলের বিক্ষোভ প্রসঙ্গে বলেন,’তৃণমূলের বিধায়ক ও নেতারা এই এলাকার আহত পরিযায়ী শ্রমিকদের সঙ্গে দেখা করতে আসার আগেই আমি চলে এসেছি । সেই রাগেই অন্য গ্রাম থেকে কিছু লোক এসে বিক্ষোভ দেখিয়েছে ।’ এই ঘটনাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করে সাংসদ বলেন, ‘রাজ্য সরকার একশ দিনের কাজের হিসাব দিলেই বকেয়া টাকা দিয়ে দেওয়া হবে । কিন্তু রাজ্য সরকার তো হিসাবই দিতে পারছে না ।’।