এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৮ এপ্রিল : বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের পিএর বাইকে কপিধ্বজ পতাকা লাগানোয় ঢুকতে দিতে বাধা দেওয়ার ঘটনায় তোলপাড় হল বিধানসভা চত্বর । সেই সময় সেখানে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । ঘটনার কথা কানে যেতে ক্ষোভে ফুঁসে ওঠেন তিনি । “জয় শ্রীরাম” শ্লোগান দিতে দিতে দলীয় বিধায়কদের সাথে বিধানসভার ভবনের ভিতরে ঢুকে অভিযুক্তের সন্ধান চালান তিনি । যদিও অভিযুক্ত কর্মী বেগতিক বুঝে চম্পট দেয় ।
শুভেন্দু সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন,’আমাদের বিধায়ক শঙ্কর ঘোষের পিএ-এর মোটরসাইকেলে জয় শ্রীরামের পতাকা ছিল । একজন বলছে ঢোকা যাবে না পতাকা খুলে আসুন । পতাকায় জয় শ্রীরাম লেখা আছে । কালকে রামনবমী গেছে, আজকের এখনো দশমী ৷ সেই ধ্বজ থাকলে ঢুকতে দেবে না ।’ এরপর তিনি “জয় শ্রীরাম” ও “জয় শ্রীরমের অপমান মানছি না মানবো না” শ্লোগান দিতে দিতে অভিযুক্ত কর্মীর সন্ধানে বিধানসভার ভিতরে যান । তিনি বলেন, “এটা পাকিস্তান নয়”৷
এরপর সেই মোটরসাইকেলে লাগানো ধ্বজ দেখিয়ে শুভেন্দু অধিকারী বলেন,’এই ধ্বজ থাকলে পশ্চিমবঙ্গ বিধানসভায় ঢোকা যাবে না৷ মুসলিম লিগের সরকার চলছে৷ পালিয়ে গেছে ছুটে । সাইজ করে দেব । হিন্দুর বাচ্চা আমরা ।’ এরপর বিজেপি বিধায়করা স্লোগান দিতে বিধানসভার বাইরে বেরিয়ে আসেন ।সাংবাদিকরা জানতে চাইলে শুভেন্দু অধিকারী বলেন, ‘মমতা ব্যানার্জির চামচা বিমান ব্যানার্জিকে জিজ্ঞেস করুন ।’ গেটের সামনে নিরাপত্তা কর্মীদের উদ্দেশ্যে শুভেন্দু অধিকারী বলেন, হিন্দু ধর্মের অপমান না সহ্য করব না । ভয়ে ছুটে পালিয়ে গেছে৷ ভারতবর্ষের নাম হিন্দুস্তান ।’ ইতিমধ্যে শঙ্কর চলে এসে শুভেন্দু অধিকারীর কাছে ঘটনার কথা জানতে চান৷ শুভেন্দু বাবু তাকে বিষয়টি জানালে চরম ক্ষিপ্ত হন শংকরবাবু । তিনি বিধানসভার গেটে নিরাপত্তা কর্মীদের উদ্দেশ্যে উত্তেজিতভাবে বলেন, ‘চাবকে বের করে দেবো একদম ।’ যদিও শুভেন্দু অধিকারী জানান যে অভিযুক্ত কর্মীর নাম তিনি জেনে গেছেন তবে সর্বসমক্ষে তা প্রকাশ্যে আনবেন না। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় ।।
দেখুন ভিডিও 👇