এইদিন ওয়েবডেস্ক,শিলিগুড়ি,১৬ জুন : কলকাতার গড়িয়ার এক মহিলা ও উত্তরবঙ্গের একটি সংবাদপত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ ৷ রবিবার (১৫ জুন) শিলিগুড়ির সাইবার ক্রাইম থানায় দায়ের করা ওই এফআইআরে তিনি অভিযোগ করেছেন, কলকাতার গড়িয়ার পূর্ব তোপসিয়া এলাকার বাসিন্দা স্বর্ণালি মজুমদার নামের এক মহিলা এক্স হ্যান্ডেলে বেশ কয়েকজন মহিলার নাম জড়িয়ে ক্রমাগত অযৌক্তিক কন্টেন্ট পোস্ট করছেন । এই ছবিটি তিনি আরেকজন আশ্চর্যজনক বিজেপি সদস্য শ্রী দীপঙ্কর অরোরার (শিলিগুড়ির হায়দার পাড়ার বাসিন্দা) এর সাথে ব্যবহার করেছেন । যার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে সেই স্বর্ণালি মজুমদার আমাদের বিজেপি দলের একজন সদস্য মৌসুমী দত্তের বিরুদ্ধে কিছু মিথ্যা অভিযোগ তুলছেন, যিনি শিলিগুড়ির দেশবন্ধু পাড়ার বাসিন্দা।আমার ধারণা,আমার সুনাম ক্ষুন্ন করতে এবং আমার দলের ক্ষতি করার জন্য আমার বিরুদ্ধে একটি অপরাধমূলক ষড়যন্ত্রের পরিকল্পনা করা হচ্ছে। এই ষড়যন্ত্রের তদন্ত করা উচিত এবং এর পেছনের ব্যক্তিদের এবং তাদের ইন্টারনেট সংযোগগুলিকে প্রকাশ্যে এনে যথাযথ শাস্তি দেওয়া উচিত। আমি আরও ধারণা করছি যে আসন্ন নির্বাচনের উদ্দেশ্যে এই প্রচারণা ইচ্ছাকৃতভাবে প্রচার করা হচ্ছে । তিনি আরও লিখেছেন,”উত্তরবঙ্গ সংবাদ” কর্তৃক ১১.০৬.২০২৫ এবং ১৫.০৬.২০২ তারিখে প্রকাশিত বিষয়বস্তু সম্পূর্ণরূপে অযৌক্তিক এবং তাদের বিষয়বস্তুর উৎসও তদন্ত করা প্রয়োজন এবং ভুয়া খবর প্রকাশের পিছনে থাকা ব্যক্তিকেও আইনের আওতায় এনে আইন অনুসারে শাস্তি দেওয়া উচিত। অনুগ্রহ করে যত তাড়াতাড়ি সম্ভব প্রয়োজনীয় ব্যবস্থা নিন।
উল্লেখ্য,গত কয়েকদিন ধরেই বিজেপি বিধায়ক শংকর ঘোষকে উদ্দেশ্য করে এক্স হ্যান্ডলে পোস্ট করছেন স্বর্ণালি মজুমদার নামে ওই মহিলা । ভেরিফায়েড এক্স হ্যান্ডল অ্যাকাউন্ট থেকে নিজেকে বিজেপি নীতি আয়োগ এবং আইটি সেলের সদস্য পরিচয় দিচ্ছেন। কিছুদিন আগে ওই এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট থেকে একটি পোষ্ট শেয়ার করা হয়। সেই পোস্টে শিলিগুড়ির এক তরুণী (কর্মসূত্রে মুম্বাইতে থাকেন) এবং শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের ছবি পোষ্ট করা হয়। পাশাপাশি এক বিজেপি নেত্রীরও ছবি পোষ্ট করা হয়। ওই ছবি পোষ্ট করে লেখা হয় তরুণী প্রস্টিটিউশন মামলায় মুম্বাই পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। পাশাপাশই বিজেপি নেত্রীর নামেও লেখা হয়। শুধু তাই নয় দীপঙ্কর আরোরাকেও জড়ানো হয়। এরপরেই তরুণী গিয়ে মুম্বাই সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বলে জানিয়েছে উত্তরবঙ্গ সংবাদ ।
গতকাল এই বিষয়ে শিলিগুড়িতে নিজের অফিসে সাংবাদিক সম্মেলন করে শংকর ঘোষ সাইবার ক্রাইম থানায় এফআইআর দায়েরের কথা জানান এবং ‘বিধানসভার ভোটের আগে’ এনিয়ে পরপর দু’দিন প্রতিবেদন প্রকাশ করায় ওই সংবাদপত্রের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন । সাংবাদিক সম্মেলনের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে বিজেপি বিধায়ক লিখেছেন,’উত্তরবঙ্গের বহুল প্রচলিত সংবাদের দুদিন একটি ভিত্তিহীন ও অসাড় খবর প্রকাশ করা হলো । আজ সাংবাদিক সম্মেলন করে সংবাদপত্রের পাঠক এবং সমাজের কাছে রেখেছি আমার কথা । বিচার করবার দায়িত্ব পাঠকের , আপনাদের ও শিলিগুড়ি । আমার নূন্যতম যোগাযোগ না থাকা সত্বেও বিভিন্ন মেয়েদের বদনাম করে যে পোস্ট করা হচ্ছে তাতে আমাকে ট্যাগ করা হচ্ছে । কিন্তু কেন ?প্রশ্ন দুটি- ১) স্বর্ণালী মজুমদার কেন এই ধরনের পোস্ট করছেন , এতে তার কি লাভ ? ২) এই খবরে প্রচারে কার লাভ ?’

