এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৪ সেপ্টেম্বর : রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করেছে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় । তাঁর অনুপস্থিতেই আজ বৃহস্পতিবার উত্তাল হয়ে উঠল বিধানসভার অধিবেশন । তুমুল হট্টগোলের মাঝে শঙ্কর ঘোষকে স্পিকার সাসপেন্ড করার পরেও তিনি নিজের আসনেই অনড় থাকেন। তাঁকে সেসময় মার্শালরা চ্যাংদোলা করে বের করে দেয় । সেই সময় ধাক্কাধাক্কিতে আহত হন তিনি । আহত বিধায়ক শঙ্কর ঘোষকে বিধানসভা থেকে অ্যাম্বুলেন্সের করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী।
বাংলা ভাষা নিয়ে ‘বিশেষ আলোচনা’য় বিজেপি বিধায়কদের বলার সুযোগ না দিয়ে স্পিকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলার অনুমতি দেওয়ার অভিযোগ ঘিরে ক্ষোভে ফেটে পড়েন বিধানসভায় বিজেপি বিধায়করা। তারা প্রশ্ন তোলেন কেন তাদের কন্ঠরোধ করা হচ্ছে ? কেন বলতে দেওয়া হয়নি? তারা তুমুল হট্টগোল, স্লোগানের পাশাপাশি টেবিল চাপড়াতে শুরু করেন । মুখ্যমন্ত্রীর ভাষণের মাঝেই বিধায়করা ঘিরে ধরেন স্পিকারকে। বিজেপি বিধায়কদের মধ্যে সবচেয়ে বেশি সরব ছিলেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ । তাঁকে সাসপেন্ড করেন স্পিকার । এরপর জনা দশেক মার্শালকে দিয়ে তাকে টেনেহিঁচড়ে বের করে দেওয়া হয় । সেই সময় আঘাত লাগে বিজেপি বিধায়কের । তাঁকে বিধানসভাতেই শুয়ে থাকতে দেখা যায়।
এদিকে মমতা তখনো নিজের বক্তব্য চালিয়ে যান৷ তিনি বিজেপিকে সাম্প্রদায়িক দল বলে আখ্যা দেন । অমিত শা কে চোর বলে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। মমতার সুরে সুর মেলান তৃণমূল বিধায়করাও। শুভেন্দু অধিকারীর নাম না করে মমতা ব্যানার্জি নিশানা করেছেন, যে চারটে দল বদল করেছে, যার কোন নীতি নাই তার কথায় আপনারা লাফাচ্ছেন ? মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি বাংলা ভাষা বিরোধী । আমরা হিন্দি ভাষা বিরোধী নই ।।

