এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৭ মার্চ : লোকসভা আসনে দল টিকিট না দেওয়ায় তৃণমূল কংগ্রেসের হাত ধরলেন রানাঘাট দক্ষিনের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী। এর আগে ২০১৯ সালের লোকসভা নির্বাচনেও তৃণমূলের টিকিটে ভোটে লড়ার জন্য জোর তদ্বির করেছিলেন তিনি ৷ কিন্তু তৃণমূল তাকে টিকিট না দেওয়ায় বিধানসভায় বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জেতেন । এজন্য তিনি সরকারি হাসপাতালের চাকরিও ছেড়েছিলেন। এবারে লোকসভায় টিকিটের জন্য দিল্লিতে গিয়ে বহু তদ্বির তদারকি করেন মুকুটমণি । কিন্তু মন গলেনি বিজেপির হাইকম্যান্ডের । যেকারণে ক্ষুব্ধ হয়েই তিনি তৃণমূলের হাত ধরলেন বলে মনে করা হচ্ছে ।
আজ আন্তর্জাতিক নারী দিবসের দিন কলকাতায় পদযাত্রা করছে তৃণমূল কংগ্রেস । সেই পদযাত্রায় উপস্থিত ছিলেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার ভাইপো অভিষেক ব্যানার্জি । তাদের সাথে মিছিলে হাঁটতে দেখা গেছে রানাঘাট দক্ষিনের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারীকে । পরে বিজেপি বিধায়কের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাকে তৃণমূলে আনুষ্ঠানিকভাবে যোগদান করান অভিষেক ব্যানার্জি । অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে সেই ছবি পোস্ট করা হয়েছে এবং মুকুটমণি অধিকারীর যোগদানের বিষয়টি স্পষ্ট করা হয়েছে ।
এর আগের দিন বুধবার কলকাতায় বিজেপির সদর দপ্তরে গিয়ে গেরুয়া শিবিরে যোগদান করেছিলেন বরাহনগরের তৃণমূল বিধায়ক তাপস রায় । তারই পাল্টা হিসেবে রানাঘাট দক্ষিনের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারীর যোগদানকে দেখানোর চেষ্টা করছে রাজ্যের শাসকদল ।
প্রসঙ্গত, মুকুটমণির কেন্দ্র মতুয়াদের বড় গড় হিসাবে মনে করা হয় । ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ঠিক প্রাক্কালে মুকুটমণি অধিকারীর তৃণমূলে যোগদানকে বিজেপির জন্য একটি বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে । যদিও এখনো পর্যন্ত মুকুটমণি অধিকারীর তৃণমূলে যোগদান নিয়ে রাজ্য বিজেপির শীর্ষস্থানীয় নেতারা মুখ খোলেননি । এখন দেখার বিষয় যে রানাঘাট লোকসভা কেন্দ্র থেকে তাকে তৃণমূল টিকিট দেয় কিনা ।।